Boka Pakhi Apon Cinli na( বোকা পাখি আপন চিনলি না) Bangla Lyrics By Atif Ahmed Niloy

Boka Pakhi Apon Cinli na( বোকা পাখি আপন চিনলি না) Bangla Lyrics By Atif Ahmed Niloy 

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

Song : Boka Pakhi Apon Cinli na

Vocal : Atif Ahmed Niloy 

Lyrics : Atif Ahmed Niloy 

Label : Sristy Multimedia 

Boka Pakhi Apon Cinli na Bangla Lyrics 

যারে পাখি উইরা যা

খাইলি বুকের কলিজা

বোকা পাখি আপন চিনলি না 

না রে বোকা পাখি আপন চিনলি না ।

ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে

ছিঁড়া খাইলি আমার কলিজা 

ওরে বোকা পাখি আপন চিনলি না ।

রাত ফুরিয়ে সকাল আসে 

তারা থাকে চাঁদের পাশে 

চাঁদ না থাকলে তারা অসহায় 

হায় রে চাঁদ না থাকলে তারা অসহায় ।

রাত ফুরিয়ে সকাল আসে 

তারা থাকে চাঁদের পাশে 

চাঁদ না থাকলে তারা অসহায় 

হায় রে চাঁদ না থাকলে তারা অসহায় ।

আমারি চাঁদ ছিলি যে তুই 

এক থুইয়া হারাইলি কোই 

তোরে ছাড়া আমি আসহায় 

হায় রে বোকা পাখি আপন চিনলি না 

না রে বোকা পাখি আপন চিনলি না ।

একটা ডালে দুইটা পাখি 

ছিলো কতো মাখামাখি 

একটা পাখি কদর বুঝলো না 

না রে একটা পাখি কদর বুঝলো না ।

একটা ডালে দুইটা পাখি 

ছিলো কতো মাখামাখি 

একটা পাখি কদর বুঝলো না 

না রে একটা পাখি কদর বুঝলো না ।

পাখির মতো উড়াল দিলি 

একা করে চলে গেলি 

একটা বারও ফিরা চাইলি না ।

না রে বোকা পাখি আপন চিনলি না 

না রে বোকা পাখি আপন চিনলি না ।

যারে পাখি উইরা যা

খাইলি বুকের কলিজা

বোকা পাখি আপন চিনলি না 

না রে বোকা পাখি আপন চিনলি না ।

ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে

ছিঁড়া খাইলি আমার কলিজা 

ওরে বোকা পাখি আপন চিনলি না ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *