Boka Pakhi Apon Cinli na( বোকা পাখি আপন চিনলি না) Bangla Lyrics By Atif Ahmed Niloy
Boka Pakhi Apon Cinli na( বোকা পাখি আপন চিনলি না) Bangla Lyrics By Atif Ahmed Niloy
Song : Boka Pakhi Apon Cinli na
Vocal : Atif Ahmed Niloy
Lyrics : Atif Ahmed Niloy
Label : Sristy Multimedia
Boka Pakhi Apon Cinli na Bangla Lyrics
যারে পাখি উইরা যা
খাইলি বুকের কলিজা
বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না ।
ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে
ছিঁড়া খাইলি আমার কলিজা
ওরে বোকা পাখি আপন চিনলি না ।
রাত ফুরিয়ে সকাল আসে
তারা থাকে চাঁদের পাশে
চাঁদ না থাকলে তারা অসহায়
হায় রে চাঁদ না থাকলে তারা অসহায় ।
রাত ফুরিয়ে সকাল আসে
তারা থাকে চাঁদের পাশে
চাঁদ না থাকলে তারা অসহায়
হায় রে চাঁদ না থাকলে তারা অসহায় ।
আমারি চাঁদ ছিলি যে তুই
এক থুইয়া হারাইলি কোই
তোরে ছাড়া আমি আসহায়
হায় রে বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না ।
একটা ডালে দুইটা পাখি
ছিলো কতো মাখামাখি
একটা পাখি কদর বুঝলো না
না রে একটা পাখি কদর বুঝলো না ।
একটা ডালে দুইটা পাখি
ছিলো কতো মাখামাখি
একটা পাখি কদর বুঝলো না
না রে একটা পাখি কদর বুঝলো না ।
পাখির মতো উড়াল দিলি
একা করে চলে গেলি
একটা বারও ফিরা চাইলি না ।
না রে বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না ।
যারে পাখি উইরা যা
খাইলি বুকের কলিজা
বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না ।
ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে
ছিঁড়া খাইলি আমার কলিজা
ওরে বোকা পাখি আপন চিনলি না ।