Bole Dao ( বলে দাও) Bangla Song Lyrics By Raj Barman & Trissha Chatterjee.
Bole Dao ( বলে দাও) Bangla Song Lyrics By Raj Barman & Trissha Chatterjee.
Bole Dao গানটি গেয়েছেন Raj Barman & Trissha Chatterjee। গানের লিরিক্স দিয়েছেন Aamlaann C & Ritam Sen। এবং গানটি Saregama India Ltd YouTube চ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করছি Bole Dao গানের লিরিক্স টি ভাল লাগবে।
Song : Bole Dao
Singer : Raj Barman & Trissha Chatterjee
Music : Aamlaann Chakraabarty
Lyrics : Aamlaann C & Ritam Sen
Director : Rishi Roy Chowdhury
Production : Future Entertainment
Producer : Abhishek Rawat
Label : Saregama India Ltd
Bole Dao Song Lyrics
মনেরই অসুখ শুধু তোকে খুঁজে যায়
বোঝেনা কিছুই শুধু ভালোবাসতে চায়।
মনেরই অসুখ শুধু তোকে খুঁজে যায়
বোঝেনা কিছুই শুধু ভালোবাসতে চায়।
বোঝাবো কি করে, তোকে এ মনে
বেঁধেছি আমিও যে গান ..
বলে দাও, দাও, দাও আমায়
বলে দাও, দাও, দাও আমায়।।
তোর স্রোতে এসে
নাও গেছে ভেসে,
ঠোঁট যদি মেশে, মিশে যাক।
ঠিক জুটে গেলো
খড়কুটো গুলো,
আর শুরু হল, অনুরাগ।
বোঝাবো কি করে, তোকে এ মনে
বেঁধেছি আমিও যে গান ..
বলে দাও, দাও, দাও আমায়
বলে দাও, দাও, দাও আমায়।।