Bondhe Maya Lagaiche(বন্ধে মায়া লাগাইছে) Bangla Lyrics By Shankha Banik Chowdhury
Bondhe Maya Lagaiche(বন্ধে মায়া লাগাইছে) Bangla Lyrics By Shankha Banik Chowdhury
Song : Bondhe Maya Lagaiche
Vocal : Shankha Banik Chowdhury
Lyrics : Shah Abdul Karim
Label : Prabhu95
Bondhe Maya Lagaiche Bangla Lyrics
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বসে ভাবি নিরালায় .
আগে তো জানিনা,
বন্দের পিরিতের জ্বালা,
বসে ভাবি নিরালায় .
আগে তো জানি না
বন্দের পিরিতের জ্বালা,
যেমন ইটের ভাটায় কয়লা,
দিয়া আগুন জালাইছে,
যেমন ইটের ভাটায় কয়লা,
দিয়া আগুন জালাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
Bondhe Maya Lagaiche Bangla Lyrics
Bonde maya lagaiche
Piriti sikhaiche
Bonde maya lagaiche
Piriti sikhaiche
Deoyana banaiche
Ki jadu koriya bonde
Maya lagaiche