Bondhu Amar Rater Akash(বন্ধু আমার রাতের আকাশ) Bangla Lyrics By Sadman Pappu

Bondhu Amar Rater Akash(বন্ধু আমার রাতের আকাশ) Bangla Lyrics By Sadman Pappu

Song : Bondhu Amar Rater Akash

Vocal : Sadman Pappu

Lyrics : Riaz

Music : Ankur Mahmud 

 

Bondhu Amar Rater Akash Bangla Lyrics 

এ হৃদয়ে তুমি ছিলে,

ব্যথা ছিল না ।

হঠাৎ করে হারিয়ে গেলে,

ফিরে এলে না ।

এ হৃদয়ে তুমি ছিলে,

ব্যথা ছিল না ।

হঠাৎ করে হারিয়ে গেলে,

ফিরে এলে না ।

এখন বন্ধু আমার রাতের আকাশ

ওর ঘরে তো আমার বসবাস ।

বন্ধু আমার চাঁদের জ্যোছনা

এখন আমার মন কাঁদে না ।

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম

তারারা আমায় একাই পাড়ায় ঘুম ।

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়

একলা জীবন অনেক সুখের হয় ।

বন্ধু একলা জীবন অনেক সুখের হয়

যে আলোতে তোমার মায়া, আমার ছায়া নাই

এখন আমি অন্ধকারে দুঃখ কুড়ায় ।

যে আলোতে তোমার মায়া, আমার ছায়া নাই

এখন আমি অন্ধকারে দুঃখ কুড়ায় ।

তারার মতো শত ব্যথা, বুকেই নেভে জ্বলে

এখন আমি প্রহর কাটায় জোনাক দলে ।

বন্ধু আমার রাতের আকাশ

ওর ঘরে তো আমার বসবাস ।

আমার বন্ধু চাঁদের জ্যোছনা

এখন আমার মন কাঁদে না ।

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম

তারারা আমায় একাই পাড়ায় ঘুম ।

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়

একলা জীবন অনেক সুখের হয় ।

বন্ধু একলা জীবন অনেক সুখের হয় ।

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন

এখন আমায় স্বপ্ন দেখায় মিথ্যে প্রতিদিন ।

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন

এখন আমায় স্বপ্ন দেখায় মিথ্যে প্রতিদিন ।

দুঃখ ভরা পবনেতে ফেলি রে নিঃশ্বাস 

এত সুখের‌ ভালোবাসায় ভাঙলি রে বিশ্বাস ।

বন্ধু আমার রাতের আকাশ

ওর ঘরে তো আমার বসবাস ।

আমার বন্ধু চাঁদের জ্যোছনা

এখন আমার মন কাঁদে না ।

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম

তারারা আমায় একাই পাড়ায় ঘুম ।

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়

একলা জীবন অনেক সুখের হয় ।।

বন্ধু একলা জীবন অনেক সুখের হয় ।।

Bondhu Amar Rater Akash Bangla Lyrics 

Ei Hridoye tumi chile 

betha chilo na,

Hotath kore hariye gele

Fire ele na

Ekhon bondhu amar rater akash

Or ghore to amar bosobas

Bondhu amar chader josona

Ekhon amar mon kade na

Sese diner pore ratri hoy nijhum 

Tarara amay ekay paray ghum.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *