Bondhu Bine Pran Bache Na Bangla Lyrics By Debolina Nandy.
Bondhu Bine Pran Bache Na Bangla Lyrics By Debolina Nandy.
Song: Bondhu Bine Pran Bache Na
Singer: Debolina Nandy
Lyrics: Radharaman Dutta
Music: Radharaman Dutta
Bondhu Bine Pran Bache Na Song Lyrics
বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
আমি রবনা রবনা গৃহে,
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
আমি রবনা রবনা গৃহে,
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
বন্ধু আমার চিকন কালা,
নয়নে লাগাইছে ভালা।
ভীষণ কালা ধুইলে ছাড়ে না। (২)
এগো ভীষণ কালা ধুইলে ছাড়ে না
এগো ভীষণ কালা ধুইলে ছাড়ে না,
না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
আমি রবনা রবনা গৃহে,
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
ঘরে আছে কুলবধূ
হস্তে লইয়া স্বরমধু,
কী মধু খাওয়াইল জানি না। (২)
এগো কী মধু খাওয়াইল জানি না
এগো কী মধু খাওয়াইল জানি না,
না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
আমি রবনা রবনা গৃহে,
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে,
জ্বলছে আগুন আর তো নিভে না। (২)
এগো জ্বলছে আগুন আর তো নিভে না
আগুন জ্বলছে…
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে,
জ্বলছে আগুন আর তো নিভে না।
এগো না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে,
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
আমি রবনা রবনা গৃহে,
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।