Bondhu Tin Din Tor Barite Gelam (বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম) Bangla Lyrics By Runa Laila.
Bondhu Tin Din Tor Barite Gelam (বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম) Bangla Lyrics By Runa Laila.
Song : Bondhu Tin Din Tor Barite Gelam
Singer : Runa Laila
Lyrics : Gazi Mazharul Anwar
Music : Alauddin Ali
Label : Saregama India Ltd
Bondhu Tin Din Tor Barite Gelam Bangla Lyrics
বন্ধু তিনদিন.. বন্ধু তিনদিন
ও বন্ধু তিনদিন.. তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন
গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা
গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা
আইতে যাইতে বারো আনা উশুল হইলো না
বন্ধু তিনদিন… বন্ধু তিনদিন
ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন
বুধ-বারে শুভযাত্রা, বিশুধ-বারে মানা
শুক্কুর-বারে প্রেম-পিরিতি হয়না ষোল আনা
বুধ-বারে শুভযাত্রা, বিশুধ-বারে মানা
শুক্কুর-বারে প্রেম-পিরিতি হয়না ষোল আনা
শনিবারে গিয়াও তোর্ দেখা পাইলাম না
বন্ধু তিনদিন বন্ধু তিনদিন
ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন
তোর্ কাছে যাবার বেলায়, ঠোট রাঙাই পানে
একলা পাইয়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে
তোর্ কাছে যাবার বেলায়, ঠোট রাঙাই পানে
একলা পাইয়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে
কাপড় ভিজ্জা যাওয়ার ভয়ে সাতার দিলাম না
বন্ধু তিনদিন… বন্ধু তিনদিন…
ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন
ঝড়-বৃষ্টি মাথায় লইয়া, গেলাম রাতের বেলা
গিয়া দেখি কাঠের দরজায়, লোহার একখান তালা
ঝড়-বৃষ্টি মাথায় লইয়া, গেলাম রাতের বেলা
গিয়া দেখি কাঠের দরজায়, লোহার একখান তালা
চাবি লইয়া নিঠুর কালা, তুই’তো আইলিনা
বন্ধু তিনদিন… বন্ধু তিনদিন…
বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন
গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা
গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা
আইতে যাইতে বারো আনা উশুল হইলো না
বন্ধু তিনদিন… বন্ধু তিনদিন…
ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন
বন্ধু তিনদিন… বন্ধু তিনদিন…
বন্ধু তিনদিন… বন্ধু তিনদিন…
বন্ধু তিনদিন… বন্ধু তিনদিন…