Bonomali( বনমালী) Bangla Lyrics By Bappa Mazumder.
Bonomali( বনমালী) Bangla Lyrics By Bappa Mazumder.
Song: Bonomali
Singer: Bappa Mazumder
Album: Benanondo
Lyrics: Din Shoroth
Bonomali Tumi Lyrics in Bengali
তুমি আমারি মতন জ্বলিও জ্বলিও,
বিরহ কুসুম হার গলেতে পরিও।
তুমি আমারি মতন জ্বলিও জ্বলিও,
বিরহ কুসুম হার গলেতে পরিও।
তুমি যাইয়ো.. যমুনার ঘাটে,
না মানি ননদীরও বাধা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।
তুমি আমারি মতন কান্দিও কান্দিও,
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও।
তুমি আমারি মতন কান্দিও কান্দিও,
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও।
তুমি বুঝিবে তখন.. নারীরও বেদন।
রাধার ও প্রাণে কত ব্যথা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।
তুমি আমারি মতন মরিও মরিও,
শ্যামও কলঙ্কের হার গলেতে পরিও।
তুমি আমারি মতন মরিও মরিও,
শ্যামও কলঙ্কের হার গলেতে পরিও।
তুমি পুড়িও তখম.. আমারি মতন,
বুকে লইয়া দুখের চিতা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।
তুমি আমারি মতন মরিও মরিও,
শ্যামও কলঙ্কের হার গলেতে পরিও।
তুমি আমারি মতন মরিও মরিও,
শ্যামও কলঙ্কের হার গলেতে পরিও।
আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন।
তোমারে বানাবো আধা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।