Boshonto Batase ( বসন্ত বাতাসে) Bangla Lyrics By Shah Abdul Karim

Boshonto Batase ( বসন্ত বাতাসে)  Bangla Lyrics By Shah Abdul Karim

Song : Bosonto Batase

Vocal : Shah Abdul Karim 

Lyrics : Shah Abdul Karim

Music : Shah Abdul Karim

Boshonto Batase Bangla Lyrics 

বসন্ত বাতাসে, ও সই গো

বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে, সই গো

বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

আমার বাড়ি আসে, সই গো

বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে, ও সই গো

বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে, সই গো

বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

আমার বাড়ি আসে, সই গো

বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুল বাগানে

নানান বর্ণের ফুল

বন্ধুর বাড়ির ফুল বাগানে

নানান বর্ণের ফুল

ফুলের গন্ধে মন আনন্দে

ফুলের গন্ধে মন আনন্দে

ভ্রমরা আকুল, সই গো

বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ি ফুলের টঙ্গি

বাড়ির পূর্বধারে

বন্ধুর বাড়ি ফুলের টঙ্গি

বাড়ির পূর্বধারে

সেথায় বসে বাজায় বাঁশি

সেথায় বসে বাজায় বাঁশি

মন নিলো তার সুরে, সই গো

বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

মন নিলো তার বাঁশির গানে

রূপে নিলো আঁখি

মন নিলো তার বাঁশির গানে

রূপে নিলো আঁখি

তাই তো পাগল আব্দুল করিম

তাই তো পাগল আব্দুল করিম

আশায় চেয়ে থাকি, সই গো

বসন্ত বাতাসে

(সই গো, বসন্ত বাতাসে)

বসন্ত বাতাসে, ও সই গো

বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে, সই গো

বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

আমার বাড়ি আসে, সই গো

বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে, ও সই গো

বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে, সই গো

বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

আমার বাড়ি আসে, সই গো

বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *