Boshonto Bohilo (বসন্ত বহিলো) Bangla Lyrics By Ankita Bhattacharya.
Boshonto Bohilo (বসন্ত বহিলো) Bangla Lyrics By Ankita Bhattacharya.
Song: Boshonto Bohilo
Singer: Ankita Bhattacharya
Lyrics: Traditional
Label: Saregama Bengali
Basanta Bohilo Sokhi Lyrics in Bengali
বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে (২)
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে। (২)
বাঁশের ও বাঁশরী সখি, সরল কাঠের বাঁশি রে, (২)
বিনা ফুঁকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে। (২)
ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে (২)
আইলো রে করমা পরব, কার সঙ্গে লাচিব রে। (২)
কার সঙ্গে লাচিব সখি, শাড়ী শাঁখা নাই রে
আইলো রে করমা পরব, কার সঙ্গে লাচিব রে।
আশ্বিন মাসে দুগ্গা পূজা, সবাই পিন্ধে নতুন ঘ (২)
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিলো গো। (২)
পুষ মাসে পুষ পরব নতুন খাতে হবে গ (২)
ফাগুন মাসে চিমড় ফুল, বাতাসেতে উড়ে গো। (২)
কার সঙ্গে নাচিব বলো, বধূ আমার নাই রে (২)
কত পরব ভাড়াইন গেলো, কার সঙ্গে নাচিব রে। (২)
বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে (২)
এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে। (২)