Brishti Elo Okale ( বৃষ্টি এলো অকালে) Bangla Song Lyrics By Pritam Banerjee & Sohini fb Mukherjee.

Brishti Elo Okale ( বৃষ্টি এলো অকালে) Bangla Song Lyrics By Pritam Banerjee & Sohini fb Mukherjee. 

Brishti Elo Okale ( বৃষ্টি এলো অকালে) Bangla Song Lyrics By Pritam Banerjee & Sohini fb Mukherjee.

Brishti Elo Okale গানটি গেয়েছেন Pritam Banerjee & Sohini fb Mukherjee। গানের লিরিক্স দিয়েছেন Somraj Das। এবং গানটি Zee Music Bangla YouTube চ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করছি Brishti Elo Okale গানের লিরিক্স টি ভাল লাগবে। 

Song : Brishti Elo Okale

Singers : Pritam Banerjee & Sohini fb Mukherjee 

Lyrics : Somraj Das

Music : Barenya Saha 

Audio Production : Dipesh Chakraborty 

Production : Barenya Saha Productions

Label : Zee Music Bangla 

Brishti Elo Okale Song Lyrics 

রোদ্দুরেও, বৃষ্টি এলো অকালে 

কার যে মুখ দেখেছি আজ সকালে,

পড়েছি, আমি কার পাল্লাতে 

কে এখন, আজ আমায় সামলাবে। 

মন পড়েছে কি যে ফ্যাসাদে 

বুঝতে গিয়েও নিজেই কাঁদে, 

ব্যস্ত শহর রিস্কি চক্করে মন নাজেহাল। 

মন পড়েছে কি যে ফ্যাসাদে 

বুঝতে গিয়েও নিজেই কাঁদে, 

ব্যস্ত শহর রিস্কি চক্করে মন নাজেহাল। 

রোদ্দুরেও, বৃষ্টি এলো অকালে 

কার যে মুখ দেখেছি আজ সকালে।। 

দেখতে সে আনকোরা 

ইচ্ছে যে মুখচোরা,

আজগুবি প্রশ্ন তার সবসময়। 

দেখতে সে আনকোরা 

ইচ্ছে যে মুখচোরা,

আজগুবি প্রশ্ন তার সবসময়। 

খুনসুটি যত তার সাথে 

মনে মনে ফন্দি আঁটে, 

ঝগড়ারা তাকে দেখেই যে পালায়। 

জানি সে যে মন্দ নয় 

যতই সে রাগ দেখাক,

কেন একটু হলেও 

মন তার সাথে থাকতে চায়। 

মন পড়েছে কি যে ফ্যাসাদে 

বুঝতে গিয়েও নিজেই কাঁদে, 

ব্যস্ত শহর রিস্কি চক্করে মন নাজেহাল। 

মন পড়েছে কি যে ফ্যাসাদে 

বুঝতে গিয়েও নিজেই কাঁদে, 

ব্যস্ত শহর রিস্কি চক্করে মন নাজেহাল। 

রোদ্দুরেও, বৃষ্টি এলো অকালে 

কার যে মুখ দেখেছি আজ সকালে,

পড়েছি, আমি কার পাল্লাতে 

কে এখন, আজ আমায় সামলাবে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *