Brojo Gopi Khele Hori (ব্রজ গোপি খেলে হরি) Bangla Lyrics By Sohini Mukherjee.
Brojo Gopi Khele Hori (ব্রজ গোপি খেলে হরি) Bangla Lyrics By Sohini Mukherjee.
Song: Brojo Gopi Khele Hori
Singer: Sohini Mukherjee
Lyrics & Tune: Kazi Nazrul Islam
Brojo Gopi Khele Hori Lyrics in Bengali
ব্রজ গোপী খেলে হরি
হরি রে
ব্রজ গোপী খেলে হরি
খেলে আনন্দ নবঘন
শ্যাম সাথে
ব্রজ গোপী খেলে হরি
হরি রে
ব্রজ গোপী খেলে হরি
পিরিতি ফাগ মাখা
গৌরির সঙ্গে
হরি খেলে হরি
উন্মাদ রঙ্গে (২)
বসন্তে এ কোন
কিশোর দুরন্ত (২)
রাধারে কিনিতে এলো
পিচকারি হাতে
ব্রজ গোপী খেলে হরি
হরি রে
ব্রজ গোপী খেলে হরি
গোপিনীরা হানে
অপাঙ্গ খর শর
ভ্রুকুটি ভঙ্গ
অনঙ্গ আবেশে
জর জর থর থর
জর জর থর থর
শ্যামের ও অঙ্গ
শ্যামল তনুতে
হরিত কুঞ্জে
অশোক ফুটেছে যেন
পূঞ্জে পূঞ্জে
রঙ পিয়াসী মন
ভ্রমর গুঞ্জে
রঙ পিয়াসী মন
ভ্রমর গুঞ্জে
ঢালো আরও ঢালো রঙ
প্রেম যমুনাতে
ব্রজ গোপী খেলে হরি
খেলে আনন্দ নবঘন
শ্যাম সাথে
ব্রজ গোপী খেলে হরি
হরি রে
ব্রজ গোপী খেলে হরি
ব্রজ গোপী খেলে হরি
হরি রে
ব্রজ গোপী খেলে হরি (২)