Buker Majhe Agun Jole (বুকের মাঝে আগুন জ্বলে) Bangla Lyrics By Moyuri.
Buker Majhe Agun Jole (বুকের মাঝে আগুন জ্বলে) Bangla Lyrics By Moyuri.
Song : Buker Majhe Agun Jole
Singer : Moyuri
Lyrics & Tune : Robiul Islam Robi
Music : Ankur Mahamud
Drama: Village Project (V.P)
Label : Eagle Music
Buker Majhe Agun Jole Bangla Lyrics
আমার বুকের মাঝে আগুন জ্বলে,
বন্ধুরে তোর লাগিয়া
ভালোবেসে মনের আগুন,
দে নারে তুই নিভাইয়া। (২ বার)
আমার এই মনে ছিল তোর বসবাস
কী করে করলি রে তুই আমার সর্বনাশ
তুই যে আমার পরাণ বন্ধু আমারি নিশ্বাস
তুই যে আমার পরাণ বন্ধু আমারি নিশ্বাস
আমার বুকের মাঝে আগুন জ্বলে,
বন্ধুরে তোর লাগিয়া
ভালোবেসে মনের আগুন,
দে নারে তুই নিভাইয়া।
সহজ সরল ছিলাম বলে করলি অপমান
ছাইড়া যদি যাবি আমায় ভালোবাসলি কেন
সহজ সরল ছিলাম বলে করলি অপমান
ছাইড়া যদি যাবি আমায় ভালোবাসলি কেন
বুকের মাঝে আগুন জ্বলে,
বন্ধুরে তোর লাগিয়া
ভালোবেসে মনের আগুন,
দে নারে তুই নিভাইয়া। (২ বার)
মিথ্যা প্রেমের স্বপ্ন দেখাই আমায় কাঁদায়লি
তোরে ছাড়া এখন আমি কেমনে বল বাঁচি
মিথ্যা প্রেমের স্বপ্ন দেখাই আমায় কাঁদায়লি
তোরে ছাড়া এখন আমি কেমনে বল বাঁচি
বুকের মাঝে আগুন জ্বলে,
বন্ধুরে তোর লাগিয়া
ভালোবেসে মনের আগুন,
দে নারে তুই নিভাইয়া।। (২ বার)