Chad Ta Ke Bolbo (চাঁদ টা কে বলবো) Bangla Lyrics By Shiekh Sadi.
Chad Ta Ke Bolbo (চাঁদ টা কে বলবো) Bangla Lyrics By Shiekh Sadi.
Song : Chad Ta Ke Bolbo
Singer : Shiekh Sadi
Lyrics & Tune : Sharukh Hossain
Music : Sharukh Hossain
Starring : Mariya Shanto
Label : Shiekh Sadi
Chad Ta Ke Bolbo Bangla Lyrics
চাঁদ টা কে বলবো থেকে যাও না
রাত টা কে বলবো থেমে যাও না
চাঁদ টা কে বলবো থেকে যাও না
রাত টা কে বলবো থেমে যাও না।
তবুও তোমাকে ভালোবাসি,
দেখবে সবাই হবে সাক্ষী
চাঁদ টা কে বলবো থেকে যাও না
রাত টা কে বলবো থেমে যাও না।
সময়টা তখন থমকে যাবে
মেঘ ঝিরি ঝিরি বৃষ্টি পড়বে
তোমার চোখে চোখ রেখে
ভালোবাসি বলতে চাই।
চাঁদ টা কে বলবো থেকে যাও না
রাত টা কে বলবো থেমে যাও না
চাঁদ টা কে বলবো থেকে যাও না
রাত টা কে বলবো থেমে যাও না।
এভাবে স্বভাবে আমার করে
রাখবো তোমাকে আপন করে
এভাবে স্বভাবে আমার করে
রাখবো তোমাকে আপন করে।
তবুও তোমাকে ভালোবাসি,
দেখবে সবাই হবে সাক্ষী
চাঁদ টা কে বলবো থেকে যাও না
রাত টা কে বলবো থেমে যাও না।।