Chader Golpo ( চাঁদের গল্প) Bangla Lyrics By Minar Rahman.

 Chader Golpo ( চাঁদের গল্প) Bangla Lyrics By Minar Rahman.

Chader Golpo ( চাঁদের গল্প) Bangla Lyrics By Minar Rahman.

Song : Chader Golpo

Singer : Minar Rahman

Cast : Apurba & Mehazabien

Drama: Pichutan

Chader Golpo Lyrics in Bengali 

একলা প্রহরী হয়ে জেগে থাকব সারা রাত,

চাঁদ যেন হয় না চুরি,

হয় না যেন প্রভাত।

জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ,

চেয়ে দেখবো অবিরত।

এমনই এক রাতের খোঁজে

আমি জেগেছি কত।

চাঁদ যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে

মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।

উষ্ণ ছোঁয়ায় তারাগুলো,

উৎসবে হবে রত।

জোছনা প্লাবনে ভেসে ভেসে,

অচেনাতে হারাবো।

বাধা যত সব দূরে ঠেলে

নিয়মটা ছাড়াবো।

অচিন মায়ায় মুছে যাবে

মনের জমা সব ক্ষত।

চাঁদ যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে

মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।

যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে

মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।

রাত জোছনা হবে না শেষ হবে না

এই.. ভালোবাসা, আজ ফুরবে না।

একলা প্রহরী হয়ে জেগে থাকব সারা রাত ,

চাঁদ যেন হয় না চুরি, হয় না যেন প্রভাত।

জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ

চেয়ে দেখবো অবিরত,

এমনই এক রাতের খোঁজে

আমি জেগেছি কত।

চাঁদ যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে

মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে যাক।

যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে

মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *