Chai Tomake ( চাই তোমাকে) Bangla Lyrics By Prottoy Khan & Fairooj Labiba.

 Chai Tomake ( চাই তোমাকে) Bangla Lyrics By Prottoy Khan & Fairooj Labiba.

Chai Tomake ( চাই তোমাকে) Bangla Lyrics By Prottoy Khan & Fairooj Labiba.

Song Name :  Chai Tomake

Singer :  Prottoy Khan & Fairooj Labiba

Tune & Music :  Prottoy Khan

Lyrics :  Faisal Rabbikin

Music Label :  LABIBA

Release On :  2022-12-16

Chai Tomake Lyrics in Bengali 

চাই তোমাকে কতখানি 

বোঝাতে পারিনাতো আমি 

শুধু জানি তোমায় ছাড়া 

বাঁচবো না আমি 

চাই তোমাকে কতখানি 

বোঝাতে পারিনাতো আমি 

শুধু জানি তোমায় ছাড়া 

বাঁচবো না আমি 

চোখের ভাষা না বুঝলে 

বুঝে নাও মনের ভাষা 

তুমি আমার ভালোবাসা শেষ ভরসা 

চোখের ভাষা না বুঝলে 

বুঝে নাও মনের ভাষা 

তুমি আমার ভালোবাসা শেষ ভরসা

শেষ ভরসা 

চাই তোমাকে কতখানি 

বোঝাতে পারিনাতো আমি 

শুধু জানি তোমায় ছাড়া 

বাঁচবো না আমি 

কখনো যাবেনা ছিঁড়ে প্রেমের বাঁধন 

এভাবে আগলে রেখো সারাজীবন 

চোখের ভাষা না বুঝলে 

বুঝে নাও মনের ভাষা 

তুমি আমার ভালোবাসা শেষ ভরসা

শেষ ভরসা 

চাই তোমাকে কতখানি 

বোঝাতে পারিনাতো আমি 

শুধু জানি তোমায় ছাড়া 

বাঁচবো না আমি 

হাতে রেখে হাত চলো হারাই অজানায় 

মন কি আর মানে বারণ সীমানা হারায় 

চোখের ভাষা না বুঝলে 

বুঝে নাও মনের ভাষা 

তুমি আমার ভালোবাসা শেষ ভরসা

শেষ ভরসা 

চাই তোমাকে কতখানি 

বোঝাতে পারিনাতো আমি 

শুধু জানি তোমায় ছাড়া 

বাঁচব না আমি 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *