Chanchal Mon Anmona Hoy Bangla Lyrics By Udit Narayan, Sadhana Sargam.

 Chanchal Mon Anmona Hoy Bangla Lyrics By Udit Narayan, Sadhana Sargam.

Chanchal Mon Anmona Hoy Bangla Lyrics By Udit Narayan, Sadhana Sargam.

Song: Chanchal Mon Anmona Hoy

Singer:  Udit Narayan, Sadhana Sargam

Music: Hemanta Mukherjee, Madhu Mukherjee

Lyricist:  Mukul Dutt

Chanchal Mon Anmona Hoy Lyrics in Bengali 

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে

সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে

দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে

চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয়নি তো আগে

ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেনwww.hindiilyric.com

গুন গুন গুন গানে

ফুলে এসে বসা ভ্রমরের মতো তার মন

এসে বসে মোর মনে

আমি সবকিছু ভুলে গেছি গুন গুন গুন গানে

উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি

অনাসৃষ্টি চলেছে সেই থেকে

উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি

অনাসৃষ্টি চলেছে সেই থেকে

বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে

পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে

ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *