Chena Mukh (চেনা মুখ) Bangla Lyrics By Hridoy Hasin & Nodi.

 Chena Mukh (চেনা মুখ) Bangla Lyrics By Hridoy Hasin & Nodi. 


Song: Chena Mukh |  চেনা মুখ

Singer: Hridoy Hasin & Nodi

Lyrics: Jamal Hossain

Tune & Music: Hridoy Hasin

Label: Rangon Music

Chena Mukh Lyrics in Bengali 

যেন তুই আমার 

শত জনমের একটা চেনা মুখ

জানিনা কেনো দেখলে তোখে

সুখে ভরে বুক

তুই কাছাকাছি থাক

এই হাতে হাত রাখ

আমি চিরতরে যাব ভুলে

পৃথিবীর সব দুঃখ

যেন তুই আমার 

শত জনমের একটা চেনা মুখ

জানিনা কেনো দেখলে তোখে

সুখে ভরে বুক

এই মন চায় সারাক্ষন 

তোকে নিয়ে ভিজি আমি ঝুম বৃষ্টিতে

বৃষ্টির জল চোখে নিয়ে 

তোর দিকে থাকি  চেয়ে বৃষ্টিতে

তুই কখন থাকবি পরে

শাড়ি লাল টুকটুক

আমি চিরতরে যাব ভুলে

পৃথিবীর সব দুঃখ

যেন তুই আমার 

শত জনমের একটা চেনা মুখ

জানিনা কেনো দেখলে তোখে

সুখে ভরে বুক

এই মন ভাবে অনুক্ষন 

তোর সাথে যাব আমি ভেজা সৈকতে

গানের সুর নিয়ে 

তোর সুরে সুর মিলিয়ে

হাটবো বালুতে…..

তুই কখন দেখবি দুরে

লাল সুর্যের মুখ

আমি চিরতরে যাব ভুলে

পৃথিবীর সব দুঃখ

যেন তুই আমার 

শত জনমের একটা চেনা মুখ

জানিনা কেনো দেখলে তোকে

সুখে ভরে বুক

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *