Chiro Odhora (চির অধরা) Bangla Lyrics By Miftah Zaman.

 Chiro Odhora (চির অধরা) Bangla Lyrics By Miftah Zaman.

Chiro Odhora (চির অধরা) Bangla Lyrics By Miftah Zaman.

Song : Chiro Odhora 

Singer : Miftah Zaman

Lyric : Tushar Hasan

Tune : Miftah Zaman

Music : Amit Malick

Album : Shudu Tomake

Language : Bangla

Label : G Series

Chiro Odhora Lyrics in Bengali 

অবাক চাঁদের আলোয় দেখো

ভেসে যায় আমাদের পৃথিবী

আড়াল হতে দেখেছি তোমার

নিষ্পাপ মুখখানি

অবাক চাঁদের আলোয় দেখো

ভেসে যায় আমাদের পৃথিবী

আড়াল হতে দেখেছি তোমার

নিষ্পাপ মুখখানি

ডুবেছি আমি তোমার চোখের

অনন্ত মায়ায়

বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়

ডুবেছি আমি তোমার চোখের

অনন্ত মায়ায়

বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়

ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়

আপন মনের আড়াল থেকে

ভালবাসবো তোমায়

ভালবাসবো তোমায়

তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে

এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে

চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে

একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে

তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে

এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে

চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে

একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে

ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন

তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন

হবেনা মলিন……

ডুবেছি আমি তোমার চোখের

অনন্ত মায়ায়

বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়

ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়

আপন মনের আড়াল থেকে

ভালবাসবো তোমায়

ভালবাসবো তোমায়

হাজার বছর এমনি করে

আকাশের চাঁদটা আলো দেবে

আমার পাশে ক্লান্ত ছায়া

আজীবন রয়ে যাবে

তবু এই অসহায় আমি

ভালবাসবো তোমাকে

শুধু যে তোমাকে

ভালবাসবো তোমাকে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *