Chokhe Chokhe Katha Balo Bangla Lyrics By Asha Bhosle.
Chokhe Chokhe Katha Balo Bangla Lyrics By Asha Bhosle.
Song: Chokhe Chokhe Katha Balo
Original Singer: Asha Bhosle
Artist: Divyaa Roy
Music Director: R.D. Burman
Music Rearranger: Bisu Sarkar
Lyricist: Gauriprasanna Mazumder
Chokhe Chokhe Katha Balo Lyrics in Bengali
চোখে চোখে কথা বলো
মুখে কিছু বলোনা
মন নিয়ে খেলা করো
এ কী ছলনা
ঘুরে এসে যাও দূরে
যাওয়া তবু হয়না
ফুলে কাঁটা সয় যদি
মনে কেন সয়না
মরীচিকা হয়ে জ্বলো
তারা হয়ে জ্বলো না
হায় রে
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন : www.hindiilyric.com
চোখে চোখে কথা বলো
মুখে কিছু বলোনা
মন নিয়ে খেলা করো
এ কী ছলনা
লালালা লা লা লা লা
হায় না না, হায় না গো
একি ছলনা
ভুলে থাকা যেত যদি
ভালো হত হায় গো
যাওয়া কী গো ভরা নদী
মরু হয়ে যায় গো
সাগরেরও পথ টারে
ডেকে নিয়ে চলো না
হায় রে
চোখে চোখে কথা বলো
মুখে কিছু বলোনা
মন নিয়ে খেলা করো
এ কী ছলনা