Chokhe Chokhe Katha Balo Bangla Lyrics By Asha Bhosle.

 Chokhe Chokhe Katha Balo Bangla Lyrics By Asha Bhosle.

Song: Chokhe Chokhe Katha Balo

Original Singer: Asha Bhosle

Artist:  Divyaa Roy

Music Director: R.D. Burman

Music Rearranger: Bisu Sarkar

Lyricist:  Gauriprasanna Mazumder

Chokhe Chokhe Katha Balo Lyrics in Bengali 

চোখে চোখে কথা বলো

মুখে কিছু বলোনা

মন নিয়ে খেলা করো

এ কী ছলনা

ঘুরে এসে যাও দূরে

যাওয়া তবু হয়না

ফুলে কাঁটা সয় যদি

মনে কেন সয়না

মরীচিকা হয়ে জ্বলো

তারা হয়ে জ্বলো না

হায় রে

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন : www.hindiilyric.com

চোখে চোখে কথা বলো

মুখে কিছু বলোনা

মন নিয়ে খেলা করো

এ কী ছলনা

লালালা লা লা লা লা

হায় না না, হায় না গো

একি ছলনা

ভুলে থাকা যেত যদি

ভালো হত হায় গো

যাওয়া কী গো ভরা নদী

মরু হয়ে যায় গো

সাগরেরও পথ টারে

ডেকে নিয়ে চলো না

হায় রে

চোখে চোখে কথা বলো

মুখে কিছু বলোনা

মন নিয়ে খেলা করো

এ কী ছলনা

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *