Chokkhu Duita Jole Vase Bangla Lyrics By Gogon Sakib.

 Chokkhu Duita Jole Vase Bangla Lyrics By Gogon Sakib.

Chokkhu Duita Jole Vase Bangla Lyrics By Gogon Sakib.

Song: Chokkhu Duita Jole Vase 

Singer: Gogon Sakib

Lyric: Tutul Showpnil

Tune: Ranak Rayhan

Music: Shamim Ashiq

Label: Soundtek

Chokkhu Duita Jole Vase Lyrics in Bengali 

চক্ষু দুইটা জলে ভাসে, অন্তরে প্রাবন

আমার কাছে বার মাসিই আষার শ্রাবন

চক্ষু দুইটা জলে ভাসে, অন্তরে প্রাবন

আমার কাছে বার মাসিই আষার শ্রাবন

যেই পাষানি দিয়ে গেলো এমন উপহার

বলবো শুধু সেই সেইপাষানির করি অবিচার

একটা হৃদয় এতা ব্যাথা কেমনে বহন করে

চোখের পানি চোখে নাইরে, রক্ত শুধু ঝরে

একটা হৃদয় এতা ব্যাথা কেমনে বহন করে

চোখের পানি চোখে নাইরে, রক্ত শুধু ঝরে

সুখের বদল দুঃখ দিলি করলি না আপন

সর্বনাশা নদীর মত ভাংরি আমার মন

সুখের বদল দুঃখ দিলি করলি না আপন

সর্বনাশা নদীর মত ভাংরি আমার মন

কেমন করে পারলি এমন করতে অবিচার

কেমন করে এমন ক্ষতি করলি তুই আমার

একটা হৃদয় এতা ব্যাথা কেমনে বহন করে 

চোখের পানি চোখে নাইরে, রক্ত শুধু ঝরে

একটা হৃদয় এতা ব্যাথা কেমনে বহন করে

চোখের পানি চোখে নাইরে, রক্ত শুধু ঝরে

কি কারনে জানিনা করলিরে এমন

কাচের মত ভেঙ্গে দিলি আমার সরল মন

কি কারনে জানিনা করলিরে এমন

কাচের মত ভেঙ্গে দিলি আমার সরল মন

কেমন করে পারলি এমন করতে অবিচার

কেমন করে এমন ক্ষতি করলি তুই আমার

একটা হৃদয় এতা ব্যাথা কেমনে বহন করে

চোখের পানি চোখে নাইরে, রক্ত শুধু ঝরে

একটা হৃদয় এতা ব্যাথা কেমনে বহন করে

চোখের পানি চোখে নাইরে, রক্ত শুধু ঝরে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *