Cholona Moye Premika Bangla Lyrics By Gogon Sakib.
Cholona Moye Premika Bangla Lyrics By Gogon Sakib.
Song – Cholona Moye Premika – ছলনাময়ী প্রেমিকা
Singer – Gogon Sakib
Lyricist – Gogon Sakib
TUNE – Gogon Sakib
MUSIC,MIX & MASTER – MUNSHI JEWEL
STARRING – Gogon Sakib & POROSH
LABEL – GOGON SAKIB OFFICIAL
Cholona Moye Premika Lyrics in Bengali
ভুল কি তবে ছিলো আমার প্রেমে পরা তার
প্রেমিকা বলে এই আমার আজ রইলো না কেউ আর
প্রেমিকা আমার পারি জমালো অচিন রুপ কথাতে
চলে সে যাবে এমন আভাস পেয়েছিলাম আগেই
প্রেমিকা আমার পারি জমালো অচিন রুপ কথাতে
চলে সে যাবে এমন আভাস পেয়েছিলাম আগেই
গল্প শুনে কার মুখের আজ কাটবে তাহার রাত
কার কাধে আজ রেখে মাথা দেখবেরে চাদ
ভুল কি তবে ছিলো আমার প্রেমে পরা তার
প্রেমিকা বলে এই আমার আজ রইলো না কেউ আর
কই গেলো বন্ধু আমার গেলোরে আজ কই
এক ছলনাময়ীর সাথে ছিলাম বেধে সই
রোজ নিশিতে সৃতির সাথে আসর জমে খুব
কষ্ট হেসে হঠাৎ এসে আসরে দেয় ডুব
রোজ নিশিতে সৃতির সাথে আসর জমে খুব
কষ্ট হেসে হঠাৎ এসে আসরে দেয় ডুব
কষ্টের ডলে ভেসে গেছে আজ আমার লাজ
মিথ্যে হাসির রাজ্যে আমি সেরা অভনেতা আজ
ভুল কি তবে ছিলো আমার প্রেমে পরা তার
প্রেমিকা বলে এই আমার আজ রইলো না কেউ আর
ভুল কি তবে ছিলো আমার প্রেমে পরা তার
প্রেমিকা বলে এই আমার আজ রইলো না কেউ আর
কই গেলো বন্ধু আমার গেলোরে আজ কই
এক ছলনাময়ীর সাথে ছিলাম বেধে সই