Chupi Chupi (চুপি চুপি) Bangla Lyrics By Milon & Puja.

Chupi Chupi (চুপি চুপি) Bangla Lyrics By Milon & Puja.

Song : Chupi Chupi

Singer : Milon & Puja

Lyric : Robiul Islam Jibon

Tune & Music : Imran 

Label : Cd Choice

Chupi Chupi Song Lyrics 

চু্পী চুপী, চুপী চুপী

চুপী চুপী,  চুপী চুপী

আমার এই মন সারাটিক্ষন, তোমায় শুধু চায়,

দূরে দূরে থাকো তুমি, বোঝো নাতো হায়,

আমার এই মন সারাটিক্ষন, তোমায় শুধু চায়,

দূরে দূরে থাকো তুমি, বোঝো নাতো হায়,

জানো না তুমি, তোমায় কত ভালোবাসি

তোমারি টানে, শুধু ফিরে ফিরে আসি

চুপি চুপি ডাকি তোমায়, আমার কাছে আসো না

মনের মাঝে মনটা রেখে, একটু ভালোবাসোনা,

চুপি চুপি ডাকি তোমায়, আমার কাছে আসো না

মনের মাঝে মনটা রেখে, একটু ভালোবাসোনা

যত ভাবি লাগে যে বড় ভালো,

তুমি আমার মনেরই ঘরে আলো

হো যত ভাবি লাগে যে বড় ভালো, 

তুমি আমার, মনেরই ঘরে আলো

জানো না তুমি, তোমায় কত ভালোবাসি

তোমারি টানে, শুধু ফিরে ফিরে আসি

চুপি চুপি ডাকি তোমায়, আমার কাছে আসো না

মনের মাঝে মনটা রেখে, একটু ভালোবাসোনা,

চুপি চুপি ডাকি তোমায়, আমার কাছে আসো না

মনের মাঝে মনটা রেখে, একটু ভালোবাসোনা

যদি না পাই বলো কি করে বাঁচি

ইচ্ছে করে থাকি যে কাছাকাছি

হো, যদি না পাই বলো কি করে বাঁচি

ইচ্ছে করে থাকি যে কাছাকাছি

জানো না তুমি, তোমায় কত ভালোবাসি

তোমারি টানে, শুধু ফিরে ফিরে আসি

চুপি চুপি ডাকি তোমায়, আমার কাছে আসো না

মনের মাঝে মনটা রেখে, একটু ভালোবাসোনা,

চুপি চুপি ডাকি তোমায়, আমার কাছে আসো না

মনের মাঝে মনটা রেখে, একটু ভালোবাসোনা

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *