Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) By Tahsan

Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) By Tahsan 

Song : Chuye Dile Mon

Vocal : Tahsan 

Lyrics : Shahan Kabondho

Tune : Sajid Sarkar

 

Chuye Dile Mon Bangla Lyrics 

আমি ডানা ছাড়া পাখি,

তোমার আশায় আশায় থাকি

আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই

তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

তুমি আকাশের ওই নীল,

আমি মেঘে মেঘে স্বপ্নিল

তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো

তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা

তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

যেন ছায়া হয়ে আছি,

যেন তোমায় নিয়ে বাঁচি

তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি

তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ

তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

Chuye Dile Mon Bangla Lyrics 

Ami Dana Chara pakhi

Tomar asay asay thaki

Ami pote aka chobi prem

Tumi valobasay sobi

Tumi chuye dile mon

Ami urbo ajibon.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *