Dada Paaye Pori Re ( মেলা থেকে বৌ এনে দে) Bangla Lyrics By Ansuman Roy.
Dada Paaye Pori Re ( মেলা থেকে বৌ এনে দে) Bangla Lyrics By Ansuman Roy.
Song Name : Dada Paaye Pori Re
Singer : Ansuman Roy
Tune & Music : Ansuman Roy
Lyrics : Gauriprasanna Mazumder
Music Label : Hindusthan Records
Release On : 2012-10-18
Dada Paaye Pori Re Lyrics in Bengali
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
নয়ত কলসি দড়ি দে
দাদা ডুবে মরি রে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
তুই দাদা বউকে লিয়ে
সুখে করিস ঘর
আর আমি বউ চাইলে কেন
গালে মারিস চড়
তুই দাদা বউকে লিয়ে
সুখে করিস ঘর
আর আমি বউ চাইলে কেন
গালে মারিস চড়
দাদা চাস না কি বউ লিয়ে
খেলা করি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
মেলা ভাঙি গেলে পরে
বউ কেনা যাবে না
মেলা ভাঙি গেলে পরে
বউ কেনা যাবে না
ভাঙা মেলায় দাদা তুমি
রাঙা বউ পাবে না
পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
তাড়াতাড়ি যা রে দাদা
মিনতি তোর কাছে
নইলে সব বউ কিনে লিবে
পয়সা যাদের আছে
তাড়াতাড়ি যা রে দাদা
মিনতি তোর কাছে
নইলে সব বউ কিনে লিবে
পয়সা যাদের আছে
দাদা বুঝিস না কেন
এমন বায়না ধরি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
নয়ত কলসি দড়ি দে
দাদা ডুবে মরি রে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে