Dana Nei (ডানা নেই) Bangla Lyrics By Tahsan.
Dana Nei (ডানা নেই) Bangla Lyrics By Tahsan.
Song: Dana Nei
Singer : Tahsan
Lyrics : Shomeshwar Oli
Tune & Music : Ahmmed Humayun
Story : Vicky Zahed & Zakia Moon
Screenplay & Direction : Vicky Zahed
Label : Central Music and Video [CMV]
Dana Nei Song Lyrics In Bengali
ডানা নেই বলে উড়তে পারিনা
অপার আকাশে,
মানা নেই তবু হাঁটছোনা তুমি আমার
বাঁ পাশে,
অবাক সবাক প্রশ্ন জেগে আছে,
তোমার মনের গন্ধ লেগে আছে,
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?
তোমায় নিয়ে গল্প সাজাবো না,
যদিও জানি তোমার বিকল্প পাবো না,
একদিন আর যাবোনা ওই সুখের তল্লাসে।
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?
তোমার দেশে বৃষ্টি পাঠাবো না,
যদিও ভিজি,
তোমার নামে তা জানো না,
নীল মেঘ আর কাটেনা
সেই স্মৃতির উল্লাসে। হে..
ক্যামন করে বাঁচবো আমি এমন বাতাসে?
ক্যামন করে বাঁচবো আমি এমন বাতাসে?
ডানা নেই বলে উড়তে পারিনা
অপার আকাশে,
মানা নেই তবু হাঁটছোনা তুমি আমার
বাঁ পাশে,
অবাক সবাক প্রশ্ন জেগে আছে,
তোমার মনের গন্ধ লেগে আছে,
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?
কেমন করে বাঁচবো আমি এমন বাতাসে?