Darale Duare Mor (দাঁড়ালে দুয়ারে মোর) Bangla Song Lyrics By Mukul Mojumder Ishaan
Darale Duare Mor (দাঁড়ালে দুয়ারে মোর) Bangla Song Lyrics By Mukul Mojumder Ishaan
Song : Darale Duare
Lyrics : Kazi Nazrul Islam
Singer : Mukul Mojumder Ishaan And Sanzida Mahmood Nandita
Back Vocal : Sunidhi Nayak, Rubayat Rehman, Jannatul Firdous
Akbar And Shuvendu Das Shuvo.
Curated & Produced by : Shayan Chowdhury Arnob
Music Composed by : Shuvendu Das Shuvo
Arranged by : Shuvendu Das Shuvo & Shayan Chowdhury Arnob
Director : Krishnendu Chattopadhyay
Label : Coke Studio Bangla
Darale Duare bangla Song Lyrics
দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী,
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী,
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর।
মিনতি-ভরা আঁখি
কে তুমি ঝড়ের পাখি,
কি দিয়ে জুড়াই ব্যথা কেমনে কোথায় রাখি,
কোন্ প্রিয় নামে ডাকি
বলো কোন্ প্রিয় নামে ডাকি
মান ভাঙাবো মানিনী,
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর।
বুকে তোমায় রাখতে প্রিয়
চোখে আমার বারি ঝরে,
চোখে যদি রাখিতে চাই
বুকে ওঠে ব্যথা ভরে।
যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়,
যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়,
কে তুমি যাদুকরী
বলো কে তুমি যাদুকরী
স্বপন-মরু-চারিণী।
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী,
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী,
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর।