Debona Toke Ovishap( দেবনা তোকে অভিশাপ) Bangla Lyrics By Samz Vai

Debona Toke Ovishap( দেবনা তোকে অভিশাপ)  Bangla Lyrics By Samz Vai 

Song : Debona Toke Ovishap

Vocal : Samz Vai 

Lyrics : Piyash Ahmed

Tune : Samz Vai 

Label : Antor Multimedia 

 

Debona Toke Ovishap Bangla Lyrics 

ওরে, শোন রে প্রিয়া এই দুনিয়ায়

তুই বড় বেইমান!

আমার প্রতি নাইরে বন্ধু 

তোর কোনো টান।

ওরে, শোন রে প্রিয়া শোন

তুই বড় বেইমান!

কেন আমার প্রতি নাইরে বন্ধু 

তোর নাইরে টান।

আমার মনটা ভেঙ্গে করেছিস যে পাপ

তবু দেবো না তোকে অভিশাপ,

আমার মনটা ভেঙ্গে করেছিস যে পাপ

তবু দেবো না তোকে অভিশাপ,

ওরে, ভালোবেসে আমার বুকে

রেখে ছিলি মাথা 

সেই বুকেতে 

আজ তোর ছলনার ব্যাথ্যা

ওরে, ভালোবেসে আমার বুকে

রেখে ছিলি মাথা

 সেই বুকেতে 

আজ তোর ছলনার ব্যাথ্যা

আমার মনটা ভেঙ্গে করেছিস যে পাপ

তবু দেবো না তোকে অভিশাপ,

আমার মনটা ভেঙ্গে করেছিস যে পাপ

তবু দেবো না তোকে অভিশাপ,

আমার হৃদয় ভাইঙ্গা দিয়া

চইলা গেলি হায়,

কন্যারে তুই ভালো থাকিস 

কাঁদিয়ে আমায়।

ওরে আমার হৃদয় ভাইঙ্গা দিয়া

চইলা গেলি হায়,

কন্যারে তুই ভালো থাকিস 

কাঁদিয়ে আমায়।

আমার মনটা ভেঙ্গে করেছিস যে পাপ

তবু দেবো না তোকে অভিশাপ,

আমার মনটা ভেঙ্গে করেছিস যে পাপ

তবু দেবো না তোকে অভিশাপ।।

Debona Toke Ovishap Bangla Lyrics 

Ore shon re priya ei duniyay

Tui boro beiman 

Amar proti naire bondhu

Tor kono tan

Amar monta venge tui korechis je pap

Tobu debo na toke ovishap

Amar monta venge tui korechis je pap

Tobu debo na toke ovishap

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *