Dekhna O Rosiya ( দেখনা ও রসিয়া) Bangla Lyrics By Tanjina Ruma.
Dekhna O Rosiya ( দেখনা ও রসিয়া) Bangla Lyrics By Tanjina Ruma.
Song Name : Dekhna O Rosiya
Singer : Tanjina Ruma
Lyrics : Sudip Kumar Dip
Tune And Music : Ali Akram Shuvo
Director : Wazed Ali Sumon
Cinematography : S M Azahar
Editing : TouhidHossen Chowdhury
Story And Dialogue : Abdulla Johir Babu
Producer : Md Jahangir Alam
Label : G Series
Dekhna O Rosiya Lyrics In Bengali
ওই, দেখনা ও রসিয়া,
যায় রে মন পুড়িয়া,
প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুন।
হায়, রইবো কি করিয়া,
আজকে দিল দরিয়া,
খুঁজে ফেরে রঙ্গলীলায় ফাগুন।
আরে, দেখনা ও রসিয়া,
যায় রে মন পুড়িয়া,
প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুন।
রইবো কি করিয়া,
আজকে দিল দরিয়া,
খুঁজে ফেরে রঙ্গলীলায় ফাগুন।
বাসতে ভালো লাগে রে মন
শোনরে বলি ওরে সুজন,
নিভিয়ে যা এই না মনের আগুন ..
দেখনা ও রসিয়া, যায় রে মন পুড়িয়া
প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুন।
এই বেলা এই খেলা চলবে রে,
চোখ বুজে সুখ খুঁজে মজবি রে।
ও.. কি নেশা সব ব্যথা ভুলবি রে,
রং শেষে মন হেসে দুলবি রে।
প্রেমের নদে ভাসে কি নাও
পারলে একা উজানী বাও,
পিরিতে মন গায়রে শুধু গু..ন, গুন
দেখনা ও রসিয়া, যায় রে মন পুড়িয়া
প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুন।
চাস যদি হবো আমি চুইংগাম
যতো খাবি তত দিবি প্রেমের দাম।
আহা, হলে হবে আজ তবে বদনাম
এই রাতে সবাইকে ওয়েলকাম।
দেখতে ভালো লাগে রে ফুল
গন্ধে সে যে হয় রে উসুল,
উতাল এ মন চায় রে পেতে ফাগুন ..
দেখনা ও রসিয়া, যায় রে মন পুড়িয়া
প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুন।
হায়, রইবো কি করিয়া,
আজকে দিল দরিয়া,
খুঁজে ফেরে রঙ্গলীলায় ফাগুন।
আরে, বাসতে ভালো লাগে রে মন,
শোনরে বলি ওরে সুজন,
নিভিয়ে যা এই না মনের আগুন ..
দেখনা ও রসিয়া, যায় রে মন পুড়িয়া
প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুন।
রইবো কি করিয়া,
আজকে দিল দরিয়া,
খুঁজে ফেরে রঙ্গলীলায় ফাগুন।