Deyale Deyale(দেয়ালে দেয়ালে) Bangla Lyrics By Minar Rahman

Deyale Deyale(দেয়ালে দেয়ালে) Bangla Lyrics By Minar Rahman 

Song : Deyale Deyale

Vocal : Minar Rahman 

Lyrics : Robiul Islam Jibon

Tune : Minar Rahman 

Label : CD Choice 

Deyale Deyale Bangla Lyrics 

বলো না কেনো তুমি বহুদূর

কেনো আমি একা

হৃদয়ে ভাঙচুর

জানো না

তুমি হীনা এ আমার

স্বপ্ন মেঘে ঢাকা

নামে না রোদ্দুর

বলো না কেনো তুমি বহুদূর

কেনো আমি একা

হৃদয়ে ভাঙচুর

জানো না

তুমি হীনা এ আমার

স্বপ্ন মেঘে ঢাকা

নামে না রোদ্দুর

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে

হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি

আড়ালে আড়ালে, কোথায় হারালে

ফিরে তুমি আর আসবে না বুঝি?

কত রাত কেটে গেছে আঁধারে

নেইতো ভোরের দেখা

বোঝাবো কিভাবে?

কত ঘুম মিশে গেছে অজানায়

জানে শুধু দু’চোখ

ভুল সে স্বভাবে

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে

হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি

আড়ালে আড়ালে, কোথায় হারালে

ফিরে তুমি আর আসবে না বুঝি?

তবু আমি তোমার অপেক্ষায়

দেখবো নতুন দিনের আলো

বেঁচে থাকার আশ্রয় তুমি

তোমাকেই শুধু বাসি ভালো

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে

হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি

আড়ালে আড়ালে, কোথায় হারালে

ফিরে তুমি আর আসবেনা বুঝি?

বলো না কেনো তুমি বহুদূর

কেন আমি একা

হৃদয়ে ভাঙচুর

জানো না

তুমি হীনা এ আমার

স্বপ্ন মেঘে ঢাকা

নামে না রোদ্দুর।।

Deyale Deyale Bangla Lyrics 

Bolo na keno tumi bohudur

Keno ami eka

Hridoye bhangchur

Jano na

Tumi hina e amar

Shopno meghe dhaka

Name na roddur

Deyale deyale kheyale kheyale

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *