Dhaka Shohor Aisha Amar (ঢাকা শহর আইসা আমার) Bangla Song Lyrics By Chanchal Chowdhury & Meher Afroz Shaon.
Dhaka Shohor Aisha Amar (ঢাকা শহর আইসা আমার) Bangla Song Lyrics By Chanchal Chowdhury & Meher Afroz Shaon.
Song : Dhaka Shohor Aisha Amar
Cover by : Chanchal Chowdhury & Meher Afroz Shaon
Originally Sung by : Khandakar Faruk Ahmed & Shammi Akhtar
Lyrics : Gazi Mazharul Anowar
Music : Satya Saha
Arrangement : Emon Saha
Directed by : Rashid Khan
Agency : Creato
Production : 49Blue
Label : IPDC আমাদের গান
Dhaka Shohor Aisha Amar Song Lyrics
ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
ওরে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে,
আরে লাল লাল নীল নীল
লাল লাল নীল নীল,
বাতি দেইখ্যা নয়ন জুড়াইছে ..
ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
মনের আশা ফুরাইছে।।
তেল ছাড়া বাতি জ্বলে আজব এ শহরে
মাটি ফাইট্টা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে রে
ঝরঝরাইয়া পড়ে।
গরু নাই রে, ঘোড়া নাই রে,
কি জানি কি দিয়া,
বড় বড় গাড়িগুলি চলে গড় গড়াইয়া রে,
গড় গড়াইয়া।
আরে সেই গাড়িতে চড়তে আমার
সেই গাড়িতে চড়তে আমার
ইচ্ছা হইতাছে।
ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
মনের আশা ফুরাইছে।।
রেশমি চুড়ি ঢাকাই শাড়ি
কিনা দিমু তোরে,
ঘর বানাইয়া থাকমু দুজন
সাত তালার উপরে রে,
সাত তালার উপরে।
তুই হইলি রে বড় সাহেব
আমি হইলাম বিবি,
মাঝে মধ্যে আমারে তুই
সিনেমা দেখাবি রে,
সিনেমা দেখাবি।
আরে সিনেমারও কথা শুইনা
সিনেমারও কথা শুইনা
ফুর্তি লাগতাছে ..
ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
মনের আশা ফুরাইছে,
আরে লাল লাল নীল নীল
লাল লাল নীল নীল,
বাতি দেইখ্যা নয়ন জুড়াইছে ..
ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
মনের আশা ফুরাইছে।।