Dhonno Dhonno Boli Tare Bangla Lyrics By Farida Parveen.
Dhonno Dhonno Boli Tare Bangla Lyrics By Farida Parveen.
Song: Dhonno Dhonno Boli Tare
Singer: Farida Parveen, Latif Shah & others
Lyrics Tune: Lalon Fokir
Dhonno Dhonno Boli Tare Song Lyrics
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোস্তা করে (২)
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে!
সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি (২)
কিসে ঘর রবে খাঁটি
কিসে ঘর রবে খাঁটি,
ঝড়ে তুফান এলে পরে?
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে!
মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা (২)
তাহে এক পাগলা বেটা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে!
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি(২)
লালন কয় যেতে পারি,
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে!
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে!
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে!