Dhonno Dhonno Boli Tare Bangla Lyrics By Farida Parveen.

Dhonno Dhonno Boli Tare Bangla Lyrics By Farida Parveen.

Dhonno Dhonno Boli Tare Bangla Lyrics By Farida Parveen.

Song: Dhonno Dhonno Boli Tare

Singer: Farida Parveen, Latif Shah & others

Lyrics Tune: Lalon Fokir

Dhonno Dhonno Boli Tare Song Lyrics 

বেঁধেছে এমন ঘর

শূন্যের উপর পোস্তা করে

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

বেঁধেছে এমন ঘর

বেঁধেছে এমন ঘর

শূন্যের উপর পোস্তা করে (২)

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে!

সবে মাত্র একটি খুঁটি

খুঁটির গোড়ায় নাইকো মাটি (২)

কিসে ঘর রবে খাঁটি

কিসে ঘর রবে খাঁটি,

ঝড়ে তুফান এলে পরে?

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে!

মূলাধার কুঠুরি নয়টা

তার উপরে চিলেকোঠা (২)

তাহে এক পাগলা বেটা

তাহে এক পাগলা বেটা

বসে একা একেশ্বরে

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে!

উপর নিচে সারি সারি

সাড়ে নয় দরজা তারি(২)

লালন কয় যেতে পারি,

লালন কয় যেতে পারি

কোন দরজা খুলে ঘরে।

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে!

বেঁধেছে এমন ঘর

বেঁধেছে এমন ঘর

শূন্যের উপর পোস্তা করে

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে!

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *