Dil Amar ( দিল আমার) Bangla Lyrics By Tanjib Sarwoar
Dil Amar ( দিল আমার) Bangla Lyrics By Tanjib Sarwoar
Song : Dil Amar
Vocal : Tanjib Sarwoar
Lyrics : Tanjib Sarwoar
Label : Agneebena
Ghdf
Dil Amar Bangla Lyrics
দিল আমার…
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার
দিল আমার কিছু বোঝেনা
দিল ডাকিয়া…
দিল ডাকিয়া কয় মোরে
এক নজর তোরে দেখি বসিয়া
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার
দিল আমার কিছু বোঝেনা
লইয়া যাইও দিল দেশে
কইয়ো কথা নিশিতে
হলদিয়া ফুল বনে
আসমু সাজি দিল টানে
দিল ডাকিয়া…
দিল ডাকিয়া কয় মোরে
এক নজর তোরে দেখি বসিয়া
দিল আমার কিছু বোঝেনা
ও দিল আমার
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার
দিল আমার কিছু বোঝেনা
ওরে ও দিলওয়ালি
তোর চোখের পানি
সইতে নারে পারি
ওরে ও চাঁদমুখী
মন চান্দের হাসি
পাগলা বীণের বাঁশি
ডাকিয়ো ডাকিয়ো ভিনদেশ ডাকিয়ো
পোড়ালে মনেরও উঠানে
আসিয়ো আসিয়ো পিরিতে বসিয়ো
দিল দিয়া ভালোবাসিয়ো
দিল ডাকিয়া…
দিল ডাকিয়া কয় মোরে
এক নজর তোরে দেখি বসিয়া
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার কিছু বোঝেনা
(দিল আমার)
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার কিছু বোঝেনা
দিল আমার
দিল আমার কিছু বোঝেনা