Dine Dine Khosiya Poribe ( দিনে দিনে খসিয়া পড়িবে) Bangla Lyrics By Pousali Banarjee.
Dine Dine Khosiya Poribe ( দিনে দিনে খসিয়া পড়িবে) Bangla Lyrics By Pousali Banarjee.
Song : Dine Dine Khosiya Poribe
Singer : Pousali Banarjee
Lyrics & Tune : Goyalparia Traditional
Label : Svf Devotional
Dine Dine Khosiya Poribe Lyrics in Bengali
দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি
গোসাঁইজি কোন রঙে।
বাঁইন্ধাছো ঘরখানি মিছা দুনিয়ার মাঝে
গোসাঁইজি…. কোন রঙে।
ও দিনে দিনে……..।।
বাল্য না কাল গেলো হাসিতে খেলিতে
যৈবন কাল গেলো রঙ্গে।।
আর বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে
বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে
গুরু ভজিবো কোন কালে,
গোঁসাইজী…. কোন রঙে।
হাড়ের ঘরখানি চামের ছাউনি
বন্ধে বন্ধে তার জোড়া।।
আর তাহারই তলে ময়ূর আর ময়ূরি
তাহারই তলে ময়ূর আর ময়ূরি
শূণ্যে উড়ায় ডানা,
গোসাঁইজি কোন রঙে।
একতালা দুইতালা, তিনতালা চারতালা
সদর তলায় বাত্তি জ্বলে।।
সাধক নীলকণ্ঠ কয় গুরু না ভজিলে
নীলকণ্ঠ কয় গুরু না ভজিলে
কি হবে নিধন কালে,
গোসাঁইজি কোন রঙে।
দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি
গোসাঁইজি কোন রঙে।
বাঁইন্ধাছো ঘরখানি মিছা দুনিয়ার মাঝে
গোসাঁইজি কোন রঙে।
মিছা দুনিয়ার মাঝে গোসাঁইজি কোন রঙে।