Dui Noukaye Paa(দুই নৌকায় পা) Bangla Lyrics By Kazi Shovo
Dui Noukaye Paa(দুই নৌকায় পা) Bangla Lyrics By Kazi Shovo
Song : Dui Noukaye Paa
Vocal : Kazi Shuvo
Lyrics : RA Ashraful
Music : Rohan Raj
Label : Kazi Shuvo Official
Dui Noukaye Paa Bangla Lyrics
তুমি যখন আমার কাছে থাকো
আমার রক্তে মিশে যাও
চোখের আড়াল হলেই তুমি
আমাকে কাদাও
তুমি যখন আমার কাছে থাকো
আমার রক্তে মিশে যাও
চোখের আড়াল হলেই তুমি
আমাকে কাদাও
আমি বুঝে গেছি গো
আমি বুঝে গেছি গো
পাষাণ বন্ধুয়া তুমি কই লুকাইলা খোপা
ওরে নিঠুর বন্ধুয়া তুমি কই লুকাইলা খোপা
আমার মনে রোজ সকালে
জালাও প্রেমের আলো
অন্তরেতে মাইরা তালা
বাসো আমায় ভালো
আমার মনে রোজ সকালে
জালাও প্রেমের আলো
অন্তরেতে মাইরা তালা
বাসো আমায় ভালো
তুমি সরলে গরল মিশাইয়া
তুমি সরলে গরল মিশাইয়া
কলিজা ছিড়ে খাও
পাষাণ বন্ধুয়া তুমি কই লুকাইলা খোপা
ওরে নিঠুর বন্ধুয়া তুমি কই লুকাইলা খোপা
মনটা নিয়ে করলে তুমি
মিথ্যে প্রেমের খেলা
ভালোবাসার ছলে আমায়
করলে অবহেলা
মনটা নিয়ে করলে তুমি
মিথ্যে প্রেমের খেলা
ভালোবাসার ছলে আমায়
করলে অবহেলা
মায়ার জালে বাইন্ধা আমায়
মায়ার জালে বাইন্ধা আমায়
তুমি ভাসাও ডুবাও
পাষাণ বন্ধুয়া তুমি কই লুকাইলা খোপা
ওরে নিঠুর বন্ধুয়া তুমি কই লুকাইলা খোপা
তুমি যখন আমার কাছে থাকো
আমার রক্তে মিশে যাও
চোখের আড়াল হলেই তুমি
আমাকে কাদাও
তুমি যখন আমার কাছে থাকো
আমার রক্তে মিশে যাও
চোখের আড়াল হলেই তুমি
আমাকে কাদাও
আমি বুঝে গেছি গো
আমি বুঝে গেছি গো
পাষাণ বন্ধুয়া তুমি দুই নৌকায় রাখ পা
ওরে নিঠুর বন্ধুয়া তুমি দুই নৌকায় রাখ পা।।
Dui Noukaye Paa Bangla Lyrics
Tumi jokhon amar kache thako
Amar rokte mishe jao
Cokher aral hole tumi
Amake kadao
Ami bujhe gechi go
Ami bujhe gechi go
Pashan bondhua tumi dui noukay rakho paa
Ore nithur bondhua tumi dui noukay rakho paa