Dukher Sathe Pirit Amar (দুঃখের সাথে পিরিত আমার) Bangla Lyrics By Gogon Sakib.
Dukher Sathe Pirit Amar (দুঃখের সাথে পিরিত আমার) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Dukher Sathe Pirit Amar
Singer : Gogon Sakib
Lyrics : Rakhal Dash
Tune : Gogon Sakib
Music : Samrat Ahmed
Label : Munna Khan Multimedia
Dukher Sathe Pirit Amar Bangla Lyrics
দুঃখের নদী শুকায় নারে
বয়রে দিবানিশি
আঘাত আমায় দিয়া গেলো
মনের প্রতিবেশী
দুঃখের নদী শুকায় নারে
বয়রে দিবানিশি
আঘাত আমায় দিয়া গেলো
মনের প্রতিবেশী
দুঃখের সাথে পিরিত আমার
দুঃখ পাই তাই বেশী
বেলা শেষে আউলা বেশে
আবার ফিরে আসি
আপন ভেবে যারে আমি
মনটা দিলাম রে
তার মনেতে খুইজা পাইলাম
অন্য জনেরে
আপন ভেবে যারে আমি
মনটা দিলাম রে
তার মনেতে খুইজা পাইলাম
অন্য জনেরে
নীড় হারা এক পাখির মতো
ঘুরি যখন বনে
আমার জন্য একটু মায়া
হয়না কি তার মনে
নীড় হারা এক পাখির মতো
ঘুরি যখন বনে
আমার জন্য একটু মায়া
হয়না কি তার মনে
একটু সুখের আশায় যখন
ঘুরি দারে দারে
ভালোবাসার বড় অভাব
বুঝায় বারে বারে
আপন ভেবে যারে আমি
মনটা দিলাম রে
তার মনেতে খুইজা পাইলাম
অন্য জনেরে
আপন ভেবে যারে আমি
মনটা দিলাম রে
তার মনেতে খুইজা পাইলাম
অন্য জনেরে