Dukkho Dilo Soi (দুঃখ দিলো সই) Bangla Lyrics By Gamcha Palash.
Dukkho Dilo Soi (দুঃখ দিলো সই) Bangla Lyrics By Gamcha Palash.
Song : Dukkho Dilo Soi
Singer : Gamcha Palash
Lyrics : Prosenjit Mondol
Tune & Music : Amit Kar
Label : Agniveena
Dukkho Dilo Soi Bangla Lyrics
জীবনটারে রাখি বলো কই
ভালোবেসে দুঃখ দিলো সই
জীবনটারে রাখি বলো কই
ভালোবেসে দুঃখ দিলো সই
ভালোবেসে কষ্ট দিলো সই
মন মানুষের মনের মতো
আমি নাকি নই
ভালোবেসে কষ্ট দিলো সই
মন মানুষের মনের মতো
আমি নাকি নই
জীবনটারে রাখি বলো কই
ভালোবেসে দুঃখ দিলো সই
জীবনটারে রাখি বলো কই
ভালোবেসে দুঃখ দিলো সই
অসীম প্রেমের আশা নিয়ে
বুকে তারে চাই
ভাবি না যা তাই করে সে
দুঃখ যাতে পাই
অসীম প্রেমের আশা নিয়ে
বুকে তারে চাই
ভাবি না যা তাই করে সে
দুঃখ যাতে পাই
মন্দ কপাল কেমনে যে তার
মনের মতো হই
এই মন্দ কপাল কেমনে যে তার
মনের মতো হই
মন মানুষের মনের মতো
আমি নাকি নই
জীবনটারে রাখি বলো কই
ভালোবেসে দুঃখ দিলো সই
সপ্ন দিলো প্রেম শিখালো
এখন করে ছল
মায়া হয়না হাসে ভীষণ
দেখলে চোখে জল
সপ্ন দিলো প্রেম শিখালো
এখন করে ছল
মায়া হয়না হাসে ভীষণ
দেখলে চোখে জল
মনের দুঃখ বুকে চেপে
কেমনে বলো রই
এই মনের দুঃখ বুকে চেপে
কেমনে বলো রই
মন মানুষের মনের মতো
আমি নাকি নই
জীবনটারে রাখি বলো কই
ভালোবেসে দুঃখ দিলো সই
ভালোবেসে কষ্ট দিলো সই
মন মানুষের মনের মতো
আমি নাকি নই
ভালোবেসে কষ্ট দিলো সই
মন মানুষের মনের মতো
আমি নাকি নই
জীবনটারে রাখি বলো কই
ভালোবেসে দুঃখ দিলো সই
জীবনটারে রাখি বলো কই
ভালোবেসে দুঃখ দিলো সই।।