Dukkho Pelam Valobese (দুঃখ পেলাম ভালোবেসে) Bangla Lyrics By Samz Vai.
Dukkho Pelam Valobese (দুঃখ পেলাম ভালোবেসে) Bangla Lyrics By Samz Vai.
Song : Dukkho Pelam Valobese
Singer : Samz Vai
Lyrics & Tune : Shahariar Shaun
Music : MMP Rony
Label : Gaanbuzz
Dukkho Pelam Valobese Bangla Lyrics
দুঃখ পেলাম ভালোবেসে
পেলাম না তার মন
সৃতিগুলো বুকের মাঝে
করে বিচরণ
দুঃখ পেলাম ভালোবেসে
পেলাম না তার মন
সৃতিগুলো বুকের মাঝে
করে বিচরণ
দিন রজনী আমি এখন
করি অনুতাপ
আমার মুখে ভালোবাসার
নাম নেওয়াটাও পাপ
দিন রজনী আমি এখন
করি অনুতাপ
আমার মুখে ভালোবাসার
নাম নেওয়াটাও পাপ
দুঃখ পেলাম ভালোবেসে
পেলাম না তার মন
সৃতিগুলো বুকের মাঝে
করে বিচরণ
নিঃশব্দে যাইরে কেদে
দেখেনা রে কেউ
মনের দুকুল ভাঙ্গে এখন
ভাঙ্গনেরই ঢেউ
নিঃশব্দে যাইরে কেদে
দেখেনা রে কেউ
মনের দুকুল ভাঙ্গে এখন
ভাঙ্গনেরই ঢেউ
দিন রজনী আমি এখন
করি অনুতাপ
আমার মুখে ভালোবাসার
নাম নেওয়াটাও পাপ
দিন রজনী আমি এখন
করি অনুতাপ
আমার মুখে ভালোবাসার
নাম নেওয়াটাও পাপ
দুঃখ পেলাম ভালোবেসে
পেলাম না তার মন
সৃতিগুলো বুকের মাঝে
করে বিচরণ
বিসসাসেরই পাহাড়টাকে
টুকরো করে শতো
আমার বুকে দিয়ে গেল
দুঃখ অবিরত
বিসসাসেরই পাহাড়টাকে
টুকরো করে শতো
আমার বুকে দিয়ে গেল
দুঃখ অবিরত
দিন রজনী আমি এখন
করি অনুতাপ
আমার মুখে ভালোবাসার
নাম নেওয়াটাও পাপ
দিন রজনী আমি এখন
করি অনুতাপ
আমার মুখে ভালোবাসার
নাম নেওয়াটাও পাপ
দুঃখ পেলাম ভালোবেসে
পেলাম না তার মন
সৃতিগুলো বুকের মাঝে
করে বিচরণ।।