E Boka Mon (এ বোকা মন) Bangla Lyrics By Subhrajit Panda.

E Boka Mon (এ বোকা মন) Bangla Lyrics By Subhrajit Panda.

E Boka Mon (এ বোকা মন) Bangla Lyrics By Subhrajit Panda.

Song : E Boka Mon

Singer : Subhrajit Panda

Lyrics And Composer : Subhrajit Panda

Music Arrangement & Mix : Debdeep Banik

Video : Subhadip Mondal 

Title Calligraphy : Priyanka Das

Label : Gaan & Goppo

E Boka Mon Song Lyrics 

মিঠে রোদের সকালে 

ঘুরে তুমি তাকালে,

ফুল ফোটে, পাখি ওড়ে বাগানে। 

ভালোবাসার আঙিনায় 

কাছে পাওয়ার বাহানায়,

উড়ে এসে, জুড়ে বসি টেবিলে।  

এ বোকা মন, খোঁজে কারণ

কোনো সে ভুল পায়না। 

এ বোকা মন, ভাবে কারণ

কেন যে কূল পায়না। 

যদি রাজি হও, তবে সব নাও

ঘর বানাবো চাঁদেতে। 

চার হাত হোক, কিছু বাতে হোক 

সব ভুলে যাই হাসিতে। 

এ বোকা মন, তুমি কারণ 

সব কিছু খোয়াতে। 

এ বোকা মন, চায় ভীষণ 

মনকে আজ হারাতে। 

এ বোকা মন, খোঁজে কারণ

কোনো সে ভুল পায়না। 

এ বোকা মন, ভাবে কারণ

কেন যে কূল পায়না। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *