Ei Ki Premer Protidan (এই কি প্রেমের প্রতিদান) Bangla Lyrics By Durjoy Barua & Dipra Barua.
Song : Ei Ki Premer Protidan
Singer : Durjoy Barua & Dipra Barua
Lyrics : Alauddin Boyati
Label : Nagorik Music
Ei Ki Premer Protidan Bangla Lyrics
বান্ধিয়া মায়ার ডোরে
কান্দাইলি এমন করে
এই কি প্রেমের প্রতিদান
বান্ধিয়া মায়ার ডোরে
কান্দাইলি এমন করে
এই কি প্রেমের প্রতিদান
এই কি প্রেমের প্রতিদান
এই কি প্রেমের প্রতিদান
এই কি প্রেমের প্রতিদান
বান্ধিয়া মায়ার ডোরে
কান্দাইলি এমন করে
এই কি প্রেমের প্রতিদান
আমায় যতো দাও হে ব্যাথা
হৃদয়ে রাখিব গাথা
একদিন জানি ব্যাথার
হবে অবসান
আমায় যতো দাও হে ব্যাথা
হৃদয়ে রাখিব গাথা
একদিন জানি ব্যাথার
হবে অবসান
প্রিয় বন্ধু বলে
বুক ভাসিবে নয়ন জলে
প্রিয় বন্ধু বলে
বুক ভাসিবে নয়ন জলে
দেহ ছেড়ে চলে যাবে
যেদিন আলাউদ্দিনের প্রান
বান্ধিয়া মায়ার ডোরে
কান্দাইলি এমন করে
এই কি প্রেমের প্রতিদান
রাখিয়া তোমার কথা
ছাড়িলাম মাতাপিতা
হৃদয়ে রেখেছি তোমার
প্রেমের ও বান
রাখিয়া তোমার কথা
ছাড়িলাম মাতাপিতা
হৃদয়ে রেখেছি তোমার
প্রেমের ও বান
কাদি দিবস রাতি
মোর বাসরে নাই বাতি
কাদি দিবস রাতি
মোর বাসরে নাই বাতি
গেল জাতি কুলমান
বান্ধিয়া মায়ার ডোরে
কান্দাইলি এমন করে
এই কি প্রেমের প্রতিদান
বান্ধিয়া মায়ার ডোরে
কান্দাইলি এমন করে
এই কি প্রেমের প্রতিদান
এই কি প্রেমের প্রতিদান
এই কি প্রেমের প্রতিদান
এই কি প্রেমের প্রতিদান
বান্ধিয়া মায়ার ডোরে
কান্দাইলি এমন করে
এই কি প্রেমের প্রতিদান।।