Ei Meghla Dine Ekla (এই মেঘলা দিনে একলা) Bangla Song Lyrics By Hemanta Mukhopadhyay.
Ei Meghla Dine Ekla (এই মেঘলা দিনে একলা) Bangla Song Lyrics By Hemanta Mukhopadhyay.
Here We Present You With the song ‘Ei Meghla Dine Ekla’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Hemanta Mukhopadhyay’. Lyrics Written By ‘Gauriprasanna Mazumder‘, Music Given By ‘Hemanta Mukhopadhyay’. This song published on MHS Entertainment Valley YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song: Ei Meghla Dine Ekla
Original Singer: Hemanta Mukhopadhyay
Lyricist: Gauriprasanna Mazumder
Music Composed by: Hemanta Mukhopadhyay
Music Label: MHS Entertainment Valley
Ei Meghla Dine Ekla Song Lyrics
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
যুথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া।
যুথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া।
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন। (X2)
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে।
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে।
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।