Ek Akash Tara(এক আকাশ তারা) Bangla Lyrics By Ayub Bachchu

Ek Akash Tara(এক আকাশ তারা) Bangla Lyrics By Ayub Bachchu

Song : Ek Akash Tara

Vocal : Ayub Bachchu

Lyrics : Shawkat

Label : Sangeeta

Ek Akash Tara Bangla Lyrics 

এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

পুরো জোছনা তুই একা পোহাসনে

সঙ্গে নিসরে তুই মোরে

পুরো জোছনা তুই একা পোহাসনে

সঙ্গে নিসরে তুই মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

হৃদয় নায়ে চড়বি যখন

বৈঠা নিস রে তুই মোরে

ভাসবো না হয় দু’জন মিলে

স্বপ্নলোক চল সুখের ঘোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

দুঃখের বোঝা বইবি যখন

স্মরণ করিস রে তুই মোরে

আসবো ছুটে তোর কাছে

যেখানে থাকি আমি যতদূরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভাল তুই একা বাসিস নে

একটু ভালবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

Ek Akash Tara Bangla Lyrics 

Ek akasher tara tui eka gunis ne

Gunte dis tui kichu more

Ek akasher tara tui eka gunis ne

Gunte dis tui kichu more

Ore sob valo tui eka basis ne

Ektu valo baste dis more

Ore sob valo tui eka basis ne

Ektu valo baste dis more

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *