Ek Ekke Ek( এক এক্কে এক) Bengali Lyrics By Sanat Singha.
Ek Ekke Ek( এক এক্কে এক) Bengali Lyrics By Sanat Singha.
Song Name : Ek Ekke Ek
Album Name : Baburam Sapure Sanat Singha
Singer : Sanat Singha
Music : Prabir Mazumder
Lyrics : Ranjit Dey
Label : Saregama India Ltd
Ek Ekke Ek Song Lyrics In Bengali
এক এক্কে এক
দুই এক্কে দুই,
নামতা পড়ে ছেলেরা সব
পাঠশালার ওই ঘরে,
নন্দী বাড়ির আটচালাতে
কুমোর ঠাকুর গড়ে,
মন বসে কি আর
আহা হা, চণ্ডী তলায় বাদ্যি বাজে
ঢাক গুড় গুড়,
জা গি না, তাক তা ধিনা,
তাক তা ধিনা, তাক কুর কুর
কুরুর কুরুর তাক,
এক এক্কে এক
দুই এক্কে দুই।।
দু এক্কে দুই, দুই দু’গুণে চার
তিন দু’গুণে ছয়, চার দু’গুণে আট,
ভাল্লাগেনা পুজোর সময়
পাঠশালার এই পাঠ,
গুরুমশাই বসে আছেন
চশমাটি আঁট-সাঁট।
কে জানে এতক্ষুণে হয়ত মায়ের
মুখ হল রঙ করা,
আনমনা ওই ছেলেরা সব
থাক না এবার পড়া,
মন বসে না আর –
আহা হা, চণ্ডী তলায় ঢাকের আওয়াজ
মিষ্টি মধুর,
জা গি না, তাক তা ধিনা,
তাক তা ধিনা, তাক কুর কুর
কুরুর কুরুর তাক,
এক এক্কে এক
দুই এক্কে দুই।।
তিন একে তিন, তিন দু’গুণে ছয়
চার দু’গুণে আট, পাঁচ দু’গুণে দশ,
ভুল হয়ে যায়, পুঁথির পড়ায়
মন মানে না বশ,
পড়ার কথা ভাবলে চোখে
জল পড়ে টস টস।
কে জানে, এবার বোধহয়
সিংহ রাজের কেশর দিল জুড়ে,
অসুর বোধহয় বেরিয়ে গেছে
মোষের পেটটি ফুঁড়ে,
মন মানে না আর –
আহা হা, কতক্ষণে যাবে যে সব
দেখবে ঠাকুর,
জা গি না, তাক তা ধিনা
তাক তা ধিনা, তাক কুর কুর
কুরুর কুরুর তাক।
এক এক্কে এক
দুই এক্কে দুই,
নামতা পড়ে ছেলেরা সব
পাঠশালার ওই ঘরে,
নন্দী বাড়ির আটচালাতে
কুমোর ঠাকুর গড়ে,
মন বসে কি আর।
আহা হা, চণ্ডী তলায় বাদ্যি বাজে
ঢাক গুড় গুড়,
জা গি না, তাক তা ধিনা,
তাক তা ধিনা, তাক কুর কুর
কুরুর কুরুর তাক,
এক এক্কে এক
দুই এক্কে দুই।।