Ek Khan Pan Cailam(এক খান পান চাইলাম) Bangla Lyrics By Laila
Ek Khan Pan Cailam(এক খান পান চাইলাম) Bangla Lyrics By Laila
Song : Ek Khan Pan Cailam
Vocal : Laila
Lyrics : Pandit Ramkanai Das
Music : Jk Majlish
Label : SoundTek
Ek Khan Pan Cailam Bangla Lyrics
একখান পান চাইলাম পান দিলে না
তোমার সনে কিসের পিরীতি ।
একখান পান চাইলাম পান দিলেনা
তোমার সনে কিসের পিরীতি ।
এগো তোমার সনে কিসের পিরীতি
এগো তোমার সনে কিসের পিরীতি,
পিরিতি গো তোমার সনে কিসের পিরীতি ।
এক খান পান চাইলাম পান দিলে না
তোমার সনে কিসের পিরীতি ।
এক খান পান চাইলাম পান দিলে না
তোমার সনে কিসের পিরীতি ।
আমি প্রেম করবো না তারও সনে
যে জন প্রেমের ভাব না জানে,
সেই প্রেমেতে হয় না বসতি ।
আমি প্রেম করবো না তারও সনে
যে জন প্রেমের ভাব না জানে,
সেই প্রেমেতে হয় না বসতি ।
এগো সেই প্রেমেতে হয় না বসতি
এগো সেই প্রেমেতে হয় না বসতি,
বসতি গো তোমার সনে কিসের পিরিতি ।
এক খান পান চাইলাম পান দিলে না
তোমার সনে কিসের পিরিতি ।
এক খান পান চাইলাম পান দিলে না
তোমার সনে কিসের পিরিতি ।
আমার প্রেম করিয়া হইলো জ্বালা
না করছে জন আছে ভালা,
প্রেমের বুঝি এমনই রীতি ।
আমার প্রেম করিয়া হইলো জ্বালা
না করছে জন আছে ভালা,
প্রেমের বুঝি এমনই রীতি ।
এগো প্রেমের বুঝি এমনই রীতি
এগো প্রেমের বুঝি এমনই রীতি,
রীতি গো তোমার সনে কিসের পিরিতি ।
একখান পান চাইলাম পান দিলে না
তোমার সনে কিসের পিরিতি ।
একখান পান চাইলাম পান দিলে না
তোমার সনে কিসের পিরিতি ।
দীন রামকানাই এ বলে সুজনে সুজনে মিলে
প্রেম করিলে হয় না দুর্গতি ।
দীন রামকানাই এ বলে সুজনে সুজনে মিলে
প্রেম করিলে হয় না দুর্গতি ।
এগো মরণে হয় সঙ্গেরো সাথী
এগো মরণে হয় সঙ্গেরো সাথী,
সাথী গো তোমার সনে কিসের পিরিতি ।
এক খান পান চাইলাম পান দিলেনা
তোমার সনে কিসের পিরিতি ।
এক খান পান চাইলাম পান দিলেনা
তোমার সনে কিসের পিরীতি ।
এগো তোমার সনে কিসের পিরিতি
এগো তোমার সনে কিসের পিরিতি
পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি ।
একখান পান চাইলাম পান দিলেনা
তোমার সনে কিসের পিরিতি ।
একখান পান চাইলাম পান দিলেনা
তোমার সনে কিসের পিরিতি ।
একখান পান চাইলাম পান দিলেনা
তোমার সনে কিসের পিরিতি ।
Ekkhan pan chailam Bangla Lyrics
Ek khan pan chailam pan dile na
Tomar sone kiser piriti.
Ek khan pan chailam pan dile na
Tomar sone kiser piriti.
E go tomar sone kiser piriti
E go tomar sone kiser piriti
Piriti go tomar sone kiser piriti.
Ek khan pan chailam pan dile na
Tomar sone kiser piriti.
Ek khan pan chailam pan dile na
Tomar sone kiser piriti.