Ek Mone Duiti Pakhi (এক মনে দুইটি পাখি) Bangla Lyrics By Samz Vai.
Ek Mone Duiti Pakhi (এক মনে দুইটি পাখি) Bangla Lyrics By Samz Vai.
Song : Ek Monete Duiti Pakhi
Singer : Samz Vai
Lyrics : Rabiul Islam Rabi
Tune & Music : Rohan Raj
Label : Sristy Multimedia
Ek Monete Duiti Pakhi Bangla Lyrics
তোমার কথা মনে হইলে
বুকে বারে জালা
কেমনে ভুইলা আছ বন্ধু
আমি একেলা
তোমার কথা মনে হইলে
বুকে বারে জালা
কেমনে ভুইলা আছ বন্ধু
আমি একেলা
তোমার একি মনে দুটি পাখি
কেমনে পুষে রাখলে
সুখে থেকো পরান পাখি
আমি মরে গেলে
তোমার একি মনে দুটি পাখি
কেমনে পুষে রাখলে
সুখে থেকো পরান পাখি
আমি মরে গেলে
এই দুনিয়া ভাল্লাগেনা
কোথায় যে সুখ পাই
মরন জালা আর সহে না
দেখার কেহ নাই
এই দুনিয়া ভাল্লাগেনা
কোথায় যে সুখ পাই
মরন জালা আর সহে না
দেখার কেহ নাই
তোমার একি মনে দুটি পাখি
কেমনে পুষে রাখলে
সুখে থেকো পরান পাখি
আমি মরে গেলে
তোমার একি মনে দুটি পাখি
কেমনে পুষে রাখলে
সুখে থেকো পরান পাখি
আমি মরে গেলে
বুকের ভিতর পোড়া গন্ধ
কোথাও তুমি নাই
এই জীবনের বিনিময়ে
তোমায় আমি চাই
বুকের ভিতর পোড়া গন্ধ
কোথাও তুমি নাই
এই জীবনের বিনিময়ে
তোমায় আমি চাই
তোমার একি মনে দুটি পাখি
কেমনে পুষে রাখলে
সুখে থেকো পরান পাখি
আমি মরে গেলে
তোমার একি মনে দুটি পাখি
কেমনে পুষে রাখলে
সুখে থেকো পরান পাখি
আমি মরে গেলে