Ek Polokey ( এক পলকেই) Bangla Lyrics By Eleyas Hossain And Anika.
Ek Polokey ( এক পলকেই) Bangla Lyrics By Eleyas Hossain And Anika.
Song: Ek Polokey
Singer: Eleyas Hossain And Anika
Album: Sarati Jibon
Lyrics: Snahashish Ghosh
Tune & Music: Ayon Chaklader
Label: Sangeeta
Ek Polokey Song Lyrics In Bengali
হো এক পলকে পড়ে নিয়েছি
তোমার চোখের ভাষা
হুম হৃদয় ছুঁয়ে বুঝে নিয়েছি
মনে কি বেঁধেছে বাসা।
হো এক পলকে পড়ে নিয়েছি
তোমার চোখের ভাষা
ও হৃদয় ছুঁয়ে বুঝে নিয়েছি
মনে কি বেঁধেছে বাসা।
হো জনম জনম রবে আমার
এই ভালোবাসা
জনম জনম রবে আমার
এই ভালোবাসা।
আ আ আ আ আ আ
এক পলকেই বদলে গেল আমার সবি
লা লা লা লা লা
মন আকাশে উঠলো হেঁসে প্রণয় রবি।
লা লা লা লা লা
এক পলকেই বদলে গেল আমার সবি
লা লা লা লা লা
মন আকাশে উঠলো হেঁসে প্রণয় রবি।
লা লা লা লা লা
হো জনম জনম রবে আমার
এই ভালোবাসা
জনম জনম রবে আমার
এই ভালোবাসা।
আ আ আ আ আ আ
এক পলকেই পেলাম যেন নতুন জীবন
লা লা লা লা লা
মনের কাছে নতুন লাগে সারা ভুবন।
লা লা লা লা লা
এক পলকে পেলাম যেন নতুন জীবন
লা লা লা লা লা
মনের কাছে নতুন লাগে সারা ভুবন
লা লা লা লা লা
হো জনম জনম রবে আমার
এই ভালোবাসা
জনম জনম রবে আমার
এই ভালোবাসা।
হো এক পলকে পড়ে নিয়েছি
তোমার চোখের ভাষা
হুম হৃদয় ছুঁয়ে বুঝে নিয়েছি
মনে কি বেঁধেছে বাসা।
হো জনম জনম রবে আমার
এই ভালোবাসা
জনম জনম রবে আমার
এই ভালোবাসা।