Eka Chilam Valo Chilam(একা ছিলাম ভালো ছিলাম) Bangla Lyrics By Ohornishi


Eka Chilam Valo Chilam(একা ছিলাম ভালো ছিলাম) Bangla Lyrics By Ohornishi.


Song : Eka Chilam Valo Chilam

Vocal : Ohornishi

Lyrics : Hasan Motiur Rahman 

Label : Chenasur

 

Eka Chilam Valo Chilam Bangla Lyrics 

একা ছিলাম,ছিলাম ভালো,

ছিল না তো জ্বালা ..

তোমার সনে প্রেম করিয়া-

অন্তর হইলো কালা।

একা ছিলাম,ছিলাম ভালো,

ছিল না তো জ্বালা ..

তোমার সনে প্রেম করিয়া-

অন্তর হইলো কালা।

ভোলা মন – কার দেখা পাইয়া,

গেলা আমায় ভুলিয়া।

তুমি কার দেখা পাইয়া

গেলা শপথ ভুলিয়া,

বুঝি না কেন নিষ্ঠুর হলে…

ভাষাইয়া আমার চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।

পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া

পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া,

আজো এলেনা ফিরে, 

ভাষাইয়া আমার চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।

নদীর পাড়ে গিয়ে তুমি শপথ করেছিলে,ভুলিবেনা মোরে বন্ধু এ জীবন ও গেলে,

নদীর পাড়ে গিয়ে তুমি শপথ করেছিলে,ভুলিবেনা মোরে বন্ধু এ জীবন ও গেলে,

ও আমি কোন খানে জাবো

গেলে তোমারে পাবো,

আমি কোন খানে জাবো

গেলে তোমারে পাবো,

বুঝিনা কেন নিষ্ঠুর হলে…

ভাষাইয়া আমায় চোখের জলে,

 বন্ধুরে..ভাষাইয়া আমায় চোখের জলে।

পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া

পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া,

আজো এলেনা ফিরে, 

ভাষাইয়া আমার চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।

শহরের ওই মেম সাহেব রা 

পিরিতের কি বুঝে,

নিজের প্রয়োজনে শুধু

টাকাওয়ালা খোজে,

শহরের ওই মেম সাহেব রা 

পিরিতের কি বুঝে,

নিজের প্রয়োজনে শুধু

টাকাওয়ালা খোজে,

তাদের নাইরে সরল বাস

তারা করে সকল কাজ,

তাদের নাইযে  সরল বাস

তারা করে সকল কাজ,

লুকাইয়া রাখছে প্রেমের ছলনা,

সবকিছুই যে মেলে টাকায়

বন্ধুরে সবকিছুই যে মেলে টাকায়

প্রেমের বাতি জালাইয়া,

 আমারে ফালাইয়া, 

 প্রেমের বাতি জালাইয়া,

 আমারে ফালাইয়া, 

 

 ফালাইয়া কেন গেলা ঢাকায় 

 বন্ধুরে সবকিছুই যে মেলে টাকায়

বন্ধুরে সবকিছুই যে মেলে টাকায়।

একা ছিলাম,ছিলাম ভালো,

ছিল না তো জ্বালা ..

তোমার সনে প্রেম করিয়া-

অন্তর হইলো কালা।

একা ছিলাম,ছিলাম ভালো,

ছিল না তো জ্বালা ..

তোমার সনে প্রেম করিয়া-

অন্তর হইলো কালা।

ভোলা মন – কার দেখা পাইয়া,

গেলা আমায় ভুলিয়া।

তুমি কার দেখা পাইয়া

গেলা শপথ ভুলিয়া,

বুঝি না কেন নিষ্ঠুর হলে…

ভাষাইয়া আমার চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *