Ekbar Takao Phire Bangla Lyrics By Ishan Mitra.
Ekbar Takao Phire Bangla Lyrics By Ishan Mitra.
Ekbar Takao Phire Song Credits :
Song : Ekbar Takao Phire
Film Name : Mitthye Premer Gaan
Singer : Ishan Mitra
Music : Kuntal De
Lyrics : Aritra Sengupta
Music Arranged by : Kuntal De
Mixing And Mastering : Subhadeep Mitra
Choreographer : Stanley D’Costa
Director : Paroma Neotia
DOP : Soumik Haldar ISC
Producer : Paroma Neotia
Editor : Subho Pramanik
Label : SVF Music
Ekbar Takao Phire Lyrics In Bengali
ওরে মন, তুই হারিয়ে গেলি
কি যে পেলি হাত বাড়িয়ে।
আ আ…
আমি ভুল, ভুল তুমিও
তুমি রোজ বদলে যাও,
আমি নেই, নেই তুমিও,
শব্দ গুলো থেকে যায়।
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন : www.hindiilyric.com
একবার তাকাও ফিরে
যদি আমায় ছুঁতে চাও,
আবার ফিরতে চাই
যাবো কোথায় বলে দাও ?
আ আ …
আমি চুপ, চুপ তুমিও
শ্বদ গুলো খুঁজে যাই,
আমি পোড়াই, তুমিও পোড়ো
স্বপ্ন গুলো হবে ছাই।
একবার তাকাও ফিরে
যদি আমায় ছুঁতে চাও,
আবার ফিরতে চাই
যাবো কোথায় বলে দাও ?