Ekdin Tor Hoibo Re Moron Bangla Song Lyrics By Hason Raja.

 Ekdin Tor Hoibo Re Moron Bangla Song Lyrics By Hason Raja.

Ekdin Tor Hoibo Re Moron Bangla Song Lyrics By Hason Raja

Song : Ekdin Tor Hoibo Re Moron – একদিন তোর হইবো রে মরণ

Lyrics : Hason Raja 

Ekdin Tor Hoibo Re Moron Lyrics in Bengali 

একদিন তোর হইবো রে মরণ

রে হাসন রাজা

একদিন তোর হইবো রে মরণ

মায়া জালে বেরিয়া মরন না হইলো স্বরণ

রে হাসন রাজা

একদিন তোর হইবো রে মরণ

যখন আসিয়া যমের দূত হাতে দিবে

দড়ি হায়রে হাতে দিবে দড়ি

টানিয়া টানিয়া লইয়া

যাবে যমের পুরি রে হাসন রাজা

একদিন তোর হইবো রে মরণ

কোথায় গিয়া রইব তোমার

সুন্দর সুন্দর স্ত্রী হায়রে সুন্দর সুন্দর স্ত্রী

কোথায় রইব রামপাশা আর

সাধের লক্ষনশিরী রে হাসন রাজা

একদিন তোর হইবো রে মরণ

আর যাইবায় নিরে হাছন রাজা

রাজগঞ্জ দিয়া হায়রে রাজগঞ্জ দিয়া

আর করবায় নিরে হাছন রাজা

দেশে দেশে বিয়া রে হাসন রাজা

একদিন তোর হইবো রে মরণ

করবায় নিরে হাছন রাজা রামপাশায়

জমিদারী হায়রে রামপাশায় জমিদারী

আর করবায় নিরে কাপনা

নদীর পারে ঘুরাঘুরি রে হাসন রাজা

একদিন তোর হইবো রে মরণ

ছাড় ছাড় হাছন রাজা

এ ভবের আশা হায়রে এ ভবের আশা

প্রাণবন্ধের চরণতলে

কর গিয়া বাসা রে হাসন রাজা

একদিন তোর হইবো রে মরণ

গুরুর উপদেশ শুনিয়া হাছন রাজায় কয়

হায়রে হাছন রাজায় কয়

সব তেয়াগিলাম আমি

দেও পদাশ্রয় রে হাসন রাজা

একদিন তোর হইবো রে মরণ

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *