Ekta Bosonto Bikel ( একটা বসন্ত বিকেল) Bangla Lyrics By S.I Tutul & Shudha.
Ekta Bosonto Bikel ( একটা বসন্ত বিকেল) Bangla Lyrics By S.I Tutul & Shudha.
Song : Ekta Bosonto Bikel
Singer : S.I Tutul & Shudha
Lyricist : Kabir Bakul
Movie Name : Bosonto Bikel
Tune & Music : Robin Islam
Label : Laser Vision
Ekta Bosonto Bikel Bangla Lyrics
একটা বসন্ত বিকেল
কি করে ঢেকে গেলো,
আগুনের ধোয়ায়
একটা বসন্ত বিকেল
কি করে ঢেকে গেলো,
আগুনের ধোয়ায়
এক দিকে চিতা জ্বলে,
অন্য দিকে দিয়া জ্বলে
প্রিয়া হলে অন্য কারো,
আগুনের ছোয়ায়..
একটা বসন্ত বিকেল
কি করে ঢেকে গেলো,
আগুনের ধোয়ায়
এতদিনের ভালোবাসা,
মিথ্যে হয়ে গেলো
কে কাকে পাওয়ার কথা,
কে কাকে পেলো। (২ বার)
যে জীবন চমকে যাই,
থমকে গেলো কেন
একি তবে ভাগ্য লেখা,
পরিনতি যেন।
একটা বসন্ত বিকেল
কি করে ঢেকে গেলো,
আগুনের ধোয়ায়
একটা বসন্ত বিকেল
কি করে ঢেকে গেলো,
আগুনের ধোয়ায়।
এক দিকে চিতা জ্বলে,
অন্য দিয়ে দিয়া জ্বলে
প্রিয়া হলে অন্য কারো,
আগুনের ছোয়ায়..
একটা বসন্ত বিকেল
কি করে ঢেকে গেলো,
আগুনের ধোয়ায়।।