Ekta Chera Din (একটা ছেড়া দিন) Bangla Lyrics By Chirkutt Band.
Ekta Chera Din (একটা ছেড়া দিন) Bangla Lyrics By Chirkutt Band.
Song : Ekta Chera Din
Singer : Chirkutt Band
Album : Jadur Shohor
Label : G Series
Ekta Chera Din Bangla Lyrics
একটা ছেঁড়া দিন, বুকের মাঝে কষ্ট
একটা ছেঁড়া রাত, স্বপ্ন গুলো নষ্ট।
তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই
একটা রোদের ডাকে, আকাশটা ছুঁই।
একটা পথের ভুল, একটা করুণ গল্প
একটা জীবন জানে, এক জীবনের অল্প।
তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই
একটা রোদের ডাকে, আকাশটা ছুঁই।
একটা চিৎকার, শব্দহীন হলে
একটা নীরবতা, অনেক কথা বলে।
তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই
একটা রোদের ডাকে, আকাশটা ছুঁই।
Ekta Chera Din Bangla Lyrics
Ekta chera din buker majhe kosto
Ekta chera raat shopno gulo nosto
Tobu ekta aalor bhor amar pashe tui
Ekta roder daake akashta chui
Ekta pother bhul ekta korun golpo
Ekta jibon maane ek jiboner olpo
Ekta chitkaar shobdoheen hole
Ekta nirobota onek kotha bole